ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার বর্ণিত বিবরণের কোথায় পেয়েছেন, তা কিন্তু উল্লেখ করেননি।দয়া করে রেফারেন্স উল্লেখ করবেন।আমাদের জানামতে এমন কোনো বিবরণ নির্ভরযোগ্য কোথাও আমরা পাইনি।
(২)
জেনারেল শিক্ষার পাশাপাশি ফরয পরিমাণ দ্বীনি শিক্ষা আপনার উপর ফরয।চায় কোনো মাদরাসার মাধ্যমে হোক বা তাবলীগের মাধ্যমে হোক বা কিতাব অধ্যয়নের মাধ্যমে হোক। সুতরাং আপনি প্রথমত জেনারেল শিক্ষায় মনযোগী হবেন, এবং পাশাপাশি দ্বীনি ইলম শিখার চেষ্টা করবেন।এমন করবেন না যে, দ্বীনি ইলম শিখার বাহানায় জেনারেল শিক্ষাকে পুরোপুরি বিনর্জন দিয়ে দিবেন।এটা কখনো উচিৎ হবে না।
(৩)
জেনারেল শিক্ষায় মনযোগী হবেন, পাশাপাশি দ্বীনি ইলম শিক্ষার চেষ্টা করবেন।