আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ১)হায়েজ অবস্থায় তালিমে কি কোরানের কোন নির্দিষ্ট একটি আয়াত তিলাওয়াত এর মত করে কি বলা যাবে?
২)বাসায় বয়স্ক মা বাবা থাকলে কি ইতেকাফ করলে মেয়েদের গুনাহ হবে?ইতেকাফ অবস্থায় কি মেয়েরা ঘরের কাজে সাহায্য করতে পারবে?
৩)এক বোন জানতে চেয়েছে, সে বারবার পিতামাতার সাথে অনিচ্ছাকৃত খারাপ আচরণ করে ফেলে।বলে রাখা ভাল, তার পরিবার দ্বীনদার নই, যার জন্য অই বোনের সাথে নানারকম কথায়, আচরণে অনেক রূঢ় আচরণ করে, ফলে সেও সবর রাখতে পারে না।বারবার তওবা করছে, কিভাবে সে উত্তম আখলাক করবে?