আসসালামু আলাইকুম,
শায়খ,আমি মোসাঃসুমাইয়া আক্তার। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে পরামর্শ চাচ্ছি।আমি আমার এই সমস্যাটার জন্য মানসিক ডিপ্রেশনে ভুগছি।আমি বিবাহিত।আমার বিয়ের বয়স 7 মাস। দীর্ঘ তিন বছর সম্পর্কের পর আমি আমার পছন্দের মানুষটিকে বিয়ে করেছি।আমি আমার হাসবেন্ড কে প্রচন্ড রকমের ভালোবাসি।সম্পর্ক চলাকালীন সময়েও তার সাথে দেখা করার জন্য আমি অস্থির থাকতাম এবং তাকে বিয়ের জন্য অনেক প্রেসার দিয়েছি যার কারণে বর্তমানে আমি তার বউ।আলহামদুলিল্লাহ আমি আমার সংসারের লাইফে মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছি।আর যেহেতু বিয়ের আগে তিনবছর আমরা উভয় একটি হারাম রিলেশনশিপে ছিলাম তার জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দ্বীনের পথে আসার চেষ্টা করছি এবং আল্লাহর কাছে তওবা করছি এবং বর্তমানে আমি দিন চর্চা করছি। নামাজ কায়েম করছি, ইসলামী বিধি-বিধান মেনে চলার চেষ্টা করছি ইনশাল্লাহ । দুই ফ্যামিলির সম্মতিতে আমাদের বিয়ে হয়।আমার শ্বশুর শাশুড়ি আমাদের বিয়েটা মেনে নিয়েছে। এবং তারা আমাকে অনেক ভালোবাসে। আমি আমার শ্বশুর বাড়িতে ভালো পরিবেশেই থাকি। খাওয়া দাওয়া পোশাক আশাকের কোন সমস্যা হয়না।কিন্তু আমার স্বামী ঢাকায় থাকে। আর আমাকে তার বাড়িতে রাখে।আমি মাঝে মধ্যে তার কাছে গিয়ে থাকি।আমি ওদের বাড়িতে একমাস থাকলে ওর কাছে গিয়ে থাকি দশদিন আর ও প্রতিমাসে ২০ দিন পরপর বাড়িতে আসলে তিন দিন থেকে চলে যায়।আমি ভেবেছিলাম রিলেশনের সময় ওর সাথে আমার যতটা দূরত্ব আল্লাহর রহমতে বিয়ে হলে সেই দূরত্ব ঘুচে যাবে এবং আমি ওকে অনেক বেশি সময়ের জন্য পাব।আমাদের দূরত্বটা আরো বেড়ে গিয়েছে ওর বাবা-মায়ের অন্য কোনো সন্তান নেই তারা দুজন একা থাকে বিধায় আমাকে অনেক বেশি টাইম ওর বাবা-মায়ের সাথে থাকতে হয়।আমি ওর বাবা মায়ের ভালোবাসা দেখে তাদেরকে মুখের উপরে এটা বলতেও পারি না যে আমি আমার স্বামীর সাথে ঢাকায় থাকতে চাচ্ছি।আপনাদের সাথে কম থাকতে চাচ্ছি, আমার স্বামীও তাতে মনঃক্ষুন্ন হবে এটা আমি বুঝে গেছি কারন ও ওর বাবা মায়ের উপর কর্তব্য পালন করতে চায়।আমি চাই ব্যালেন্স করতে।এক মাস ওর কাছে থাকলে একমাস ওর বাবা মায়ের কাছে থাকবো। কিন্তু যখনি আমার স্বামীর সাথে এসব নিয়ে কথা বলতে যাই সে অভিমান করে বলে আমার বাবা মার কাছে তোমার থাকতে হবেনা।তারা একাই থাকুক।আমি তখন চুপ হয়ে যাই।কিছু আর বলতে পারিনা।শ্বশুর শ্বাশুড়ির মন থেকে দূরে চলে যাব এই ভয়ে তাদেরকেও বলতে পারিনা। আর এই কারনে আমি ভিতরে ভিতরে যন্ত্রণায় আছি।আমার স্বামীর সাথে দূরত্বের কারনে ছোট খাটো বিষয়েও আমাদের ঝগড়া লাগে।আমার মন থেকে তার প্রতি ভালোবাসা,সম্মান দিন দিন কমছে। আমি কাউকে বলতেও পারছি না আর এটা সহ্য হচ্ছে না আমার শুধু ওর শূন্যতাটা ফিল হয়।মাঝে মাঝে মনে হয় উনি আমাকে তার বাবা মায়ের খেদমতের জন্য, বা দেখভাল করার জন্য মেইনলি বিয়ে করেছে। এসব ভেবে ভেবে আমি দিন দিন মানুষিক অসুস্থতায় ভুগছি।আমি সবার মন রক্ষা করে চলতে চাই, কিন্তু আমার স্বামীর সামর্থ্য আছে ও ঢাকায় একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকে।তবুও আমাকে তার বাড়িতে রাখতে চায় তার বাবা মার জন্য। কিন্তু এই কারনে তার সাথে আমার মানুষিক দূরত্ব বেড়েছে। আমি এখন কি করবো?
পশ্ন ১__ আমি মেনে নিতে চাচ্ছি এই পরিবেশ, কিন্তু পারছিনা।নিজেকে কন্ট্রোল এর জন্য কি করবো?
প্রশ্ন ২__আমি আমার স্বামীকে কোন উপায় বোঝাবো?
প্রশ্ন ৩__ তার বাবা মা যদি এটা জানার পরে আমার উপর নারাজ হয় তাহলে কি আমি বাধ্য তাদের সাথে থাকতে?
প্রশ্ন ৪_ আমার স্বামী যেহেতু তার বাবা মার কাছে কম থাকতে চাইলে অখুশি হয়,সেখেত্রে সে কি আমাকে প্রেশার দিতে পার?
পশ্ন ৫_ আমার তার বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য আছে কি??