আসসালামু আলাইকুম হুজুর। একটা বিষয় নিয়ে নিশ্চিত হতে চাই। দয়া করে বিষয়গুলোর সমাধান দিবেন হুজুর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
১। কোন স্বামী একদিন একটি শর্তমূলক কথা বললো, সেদিন সে বলেছে তার কোন নিয়ত ছিল না৷ ফলে আপনিও বলেছেন তা++ হবে না।
তারপর একদিন স্ত্রী যদি জিজ্ঞেস করে ১ম দিন বা জীবনে কোনদিন কোন কেনায়া বাক্য বলার সময় সে তা++ এর কথা চিন্তা করে বা সত্যি সত্যি ছেড়ে যাওয়ার কথা ভেবে বলেছিল কিনা?? স্বামী বিরক্ত হয়ে বলে হ্যাঁ বলেছি,, কারন এই প্রশ্নের উত্তর সে আগেও দিয়েছে।
এইখানে স্ত্রী জিজ্ঞেস করলো যে, ওইদিন বা জীবনে অন্য কোনদিন,,,,, এইখানে ওইদিন কথাটা স্ত্রী বলে থাকলে কি ১ম দিনের বলা শর্ত স্ত্রীর উপর পরে যেত??
২। তালা++ মিথ্যা স্বীকারোক্তি হয়ে থাকলে কি এইখানে সাথে সাথে ১ তা++ পতিত হবে? নাকি শুধু ১ম দিনের শর্ত আরোপ হবে?? আর শর্তের কারন পাওয়া গেলে তারপর তা** পতিত হবে??
৩। স্ত্রী ভুলে গেছে সে প্রশ্নটা কিভাবে করেছিল,, একবার মনে হয় জিজ্ঞেস করেছিল "" জীবনে কোন দিন কোন কেনায়া বাক্য বলার সময় ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে বলেছে কিনা""
আবার মনে হয় জিজ্ঞেস করেছিল "" ওইদিন বা অন্য কোনদিন "" এইভাবে জিজ্ঞেস করেছিল।
এমন সংশয় হলে সে কি ধরে নিবে? সাথে সাথে তা** পতিত হবার কথা?? নাকি শর্ত আরোপ হবার কথা??
৪। ওইদিন বা জীবনে কোনদিন এইভাবে স্ত্রী কথাটা বলে থাকলে কি সাথে সাথেও তা++ পতিত হবে আবার ১ম দিনের শর্তও আরোপ হবে??
সমাধান দেন।
৫। হুজুর কোন মহিলা যদি ভুলে যায় সে তা++ নেওয়ার মত কথা মুখে বলেছিল নাকি মনে মনে। তাহলে কি তার উপর পতিত হবে?? সে শিউর না ওয়াসওয়াসার কারনে কথাগুলো মনে মনেই বলেছিল নাকি মুখেও বলেছিল। এমন ও তো হতে পারে সে হয়তো মুখে বলে থাকতে পারে এখন তার মনে নেই,,৷ এমন হলে কি আল্লাহ মাফ করবেন???
৬। কোন মহিলা যদি ওয়াসওয়াসার কারনে দেখতে যায় আগে সে এইভাবে উচ্চারণ করেছিল কিনা,, সে শব্দ করে বলে,,,,""নিজের উপর"""", এইটুকু বলার পর সে বলে "" না এইভাবে বলিনি,,না না। """ এইটুকু বলার পর থামে এক সেকেন্ড এবং তারপর আবার উচ্চারন করে বলে তা+++,, এইটা ও সে উচ্চারণ করেছিল দেখার জন্য যে সে আগে এইভাবে শব্দ করে উচ্চারণ করেছিল কিনা।
এখন প্রথমে সে যে "" নিজের উপর "" বললো তারপর আবার বললো,,,, এইভাবে বলিনি,,, না না এইটুকু বলার পর সে তা*** উচ্চারণ করলো এতে কি তার উপর তা*** পতিত হয়ে যাবে?
৭। প্রথমবার "নিজের উপর" উচ্চারণ করার পর সে বললো যে এইভাবে বলিনি,,, না, না। এইসব বলার পর সে আবার তা++ উচ্চারণ করলো,,, এইখানে তা++ উচ্চারণ করার সময় যদি সে মনে মনে ভাবতো ""নিজের উপর"" বলা কথাটার সাথেই সে তা++ বলেছে তাহলে সমস্যা হয়ে যেত?? বা মনে মনে নিয়ত চলে আসতো তাহলে কি এইভাবে কথা বলায় তা++ হয়ে যেত??
৮। কোন স্ত্রী কি এইভাবে বলে তার নিজের উপর তা++ নিতে পারে?? ''''"" নিজের উপর,,,, না না এইভাবে বলিনি,, না বলিনি,,, তারপর বলে তা***""" এইসব কথায় তার তা*** নিয়ত থাকলে পতিত হয়ে যেত এইভাবে বললে?
,৯। কোন স্বামী যদি বলে মুক্তি দিয়ে দিবো নে। স্ত্রী জিজ্ঞেস করে কি দিয়ে দিবা?? স্বামী বলে মুক্তি। তারপর স্বামী বলে টাকা দিয়ে দিবো নে অর্থাত যদি বলে কাবিনের টাকা দিয়ে দিবে বউকে৷ তাহলে কি তা** পতিত হয়ে যায়??
১০। হুজুর ৯ নাম্বার প্রশ্নে স্ত্রী ওয়াসওয়াসায় আছে সে আসলে কি জিজ্ঞেস করেছিল? তার ৯৯% মনে হয় সে জিজ্ঞেস করেছিল কি দিয়ে দিবা? স্বামী বলেছিল মুক্তি। এখন সে ওয়াসওয়াসায় আছে স্বামীকে সে এইভাবে জিজ্ঞেস করেছিল কিনা""" কি দিয়ে দিয়েছ??""" তারপর স্বামী মুক* বলেছিল কিনা।
প্রবল ধারণা হয় জিজ্ঞেস কিরেছিল কি দিয়ে দিবা?? মানে বাক্য টা ভবিষ্যৎ বোধক বলা হয়েছিল। এখন স্বামীকে জিজ্ঞেস করলে সে রাগ করবে কারন সে আগেই নিষেধ করেছে এইসব জিজ্ঞেস করতে। সেই স্ত্রী এখন কি করতে পারে?? তার প্রবল বিশ্বাস ভবিষ্যৎ বোধক বাক্য বলা হয়েছিল৷
১১। হুজুর, স্বামীকে প্রশ্ন করলে হিতে বিপরীত হতে পারে, কারম সে আগেই সাবধান করেছে আর এমন কিছু জিজ্ঞেস না করতে। বা এইসব বিষয়ে কিছু না বলতে। কারন স্ত্রীর ওয়াসওয়াসায় সে বিরক্ত।
এখন স্ত্রী যদি এই বিষয়ে স্বামীকে প্রশ্ন না করে তাহলে কি সে গুনাহগার হবে?? কারন স্ত্রীর মনে শুধু শুধুই ওয়াসওয়াসা আসে,, সে ৯৯% শিউওর ভবিষ্যৎ বোধক বাক্য বলা হয়েছিল। তাও সে ভয় পায় নাজানি অন্য ভাবে কথা হয়েছিল কিনা।