আসসালামু আলাইকুম মুহতারাম,
অসুস্থ ব্যক্তি রোজা রাখার পরে তার মনে হয়েছে সে আর রোজা কন্টিনিউ করতে পারবেনা। রোজা কন্টিনিউ করলে তারা শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে।(উল্লেখ্য প্রচন্ড জ্বর ছিলো, আগের রাতে জ্বরের তিব্রতার জন্য সেন্সলেস হয়ে গিয়েছিলো)। এমতাবস্থায় তার রোজা ভঙ্গ করার কারনে কি কাফফারা আদায় করতে হবে নাকি পরবর্তিতে কাজা করে নিতে হবে??
বিদ্রঃ তিনি সাহরী খেয়েছিলেন।