জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল আশবাহ ওয়ান নাজায়ের গ্রন্থে আছেঃ
لمافی الاشباہ والنظائر (ص۵۶):القاعدة الثالثة: اليقين لا يزول بالشك:
নিশ্চিত ধারনা সন্দেহ পোষনের দ্বারা বিলুপ্ত হয়না।
.
হাদীস শরীফে এসেছেঃ
رواه مسلم عن أبي هريرة رضي الله عنه مرفوعا "{ إذا وجد أحدكم في بطنه شيئا فأشكل عليه أخرج منه شيء أم لا فلا يخرجن من المسجد حتى يسمع صوتا ، أو يجد ريحا } "
যার সারমর্ম হলো বায়ু বের হওয়া নিয়ে সন্দেহ হলে সেই সন্দেহের দিকে ভ্রুক্ষেপ করা যাবেনা,হ্যাঁ যদি বায়ু বের হওয়ার আওয়াজ অথবা গন্ধ পায়,তাহলে বায়ু বের হয়েছে বলে ধরবে।
(মুসলিম শরীফ)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
রমজানে দেশের বেশিরভাগ সাহরী ইফতারীর ক্যালেন্ডারগুলো ইসলামীক ফাউন্ডেশন এর অনুসরণ করে।
সেখানে সাহরীর সময় শেষ হওয়ার ৩ মিনিট আগেই সতর্কতামূলক সাহরীর সময় শেষ লেখা থাকে।
আবার সুবহে সাদিক এর ৩ মিনিট অতিক্রম করার পর ফজরের আযানের দেয়ার কথা উল্লেখ থাকে।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেসমস্ত রোযায় সাহরীর টাইম শেষ হওয়ার পর পানি গিলে ফেলেছেন বা টুথপেষ্ট গিলে ফেলেছেন, এক্ষেত্রে সাহরীর শেষ টাইমের কতক্ষন পর এটি করেছেন?
৩ মিনিটের মধ্যে হয়ে থাকলে রোযার সমস্যা হবেনা।
কাজাও আদায় করতে হবেনা।
৩ মিনিট অতিক্রম করার পর যদি আপনি এরকম করে থাকেন,তাহলে এখন দেখতে হবে যে আসলেই আপন পানি গিলে ফেলেছিলেন নাকি এটি শুধুমাত্র আপনার ওয়াসওয়াসা।
যদি আপনি সাহরীর টাই শেষ হওয়ার ৩ মিনিট পরে নিশ্চিত ভাবে পানি/টুথপেষ্ট গিলে থাকেন, তাহলে কেবল সে সমস্ত রোযার কাজা আদায় করবে।
সন্দেহ মূলক দিন গুলির কাজা আদায় করতে হবেনা।
নিশ্চিত রোযা ভেঙ্গে যাওয়ার দিন গুলি প্রবল ধারনার উপর ভিত্তি করে হিসেব করে সেগুলোর কাজা আদায় করবেন।
,
আপনি সাহরীর শেষ হওয়ার ৫/১০ মিনিট আগেই সাহরী শেষ করবেন।
এরপর ব্রাশ ইত্যাদি করবেন।
পানি খাবেন।
বেশি সময় হাতে নিয়ে সাহরী খেতে বসবেন।
টেনশনের কিছু নেই,যদি জীবনে সবগুলো রোযার কাজা আদায় না করতে পারেন,তাহলে মৃত্যুর সময় ওয়ারিশদের প্রত্যেক রোযার জন্য একটি সদকায়ে ফিতর সমপরিমাণ টাকা ফিদইয়াহ হিসেবে আদায় করতে বলে যাবেন।