ধন্যবাদ শায়খ, তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, বিড়াল টা পালার জন্য এনেছিলাম। খাইয়েছি, আদর করেছি। সময় কাটিয়েছি। তাও সেটা ১ দিনের মত। বিড়াল কে আদর করতে গিয়ে কস্ট দিয়ে ফেলায় বিড়াল ভয় পেয়ে হয়ত কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে। এর পরেই আমি রাগে পাড়িয়েছিলাম। আড়াই মাসের বাচ্চা ছিল। জানতাম মারা যেতে পারে। তবে এটা ঠিক যে কামড় দিয়ে রক্ত বের না করলে আমি এ কাজ করতাম না। বিড়াল কামড় দিয়েছে দোষ টা আমার ই। এক্ষেত্রেও কি অনুরূপ ফতোয়া হবে। বিড়াল টাকে পালার ই নিয়ত ছিল আর উত্তম ব্যাবহার ই করতে চেয়েছিল। কিনতু শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে উত্তেজিত করে ফেলেছিল