(যারা আমার প্রশ্নটি দেখবেন তারা উত্তর টিও দেখে নিবেন)
আমার খাবার খাওয়ার সময় আর বিভিন্ন কথা বলার সময় অনেক চিন্তা আসে মনে। কোন খাবার দেখলে মনে হয় এটা কি কোন কাফের মুশরিকদের ধর্মীয় খাবার না তো?পরে গুগলে সার্চ দেই, গিয়ে দেখি না কোন বেকার বানিয়েছে এটা, অথবা এটা মোগলাই( হয়ত মুঘল দের) খাবার, এমন কিছু। তাও সন্দেহ থেকে যায়। আর বিভিন্ন কথা বলার সময় মনে হয় এই শব্দ( কিছু শব্দ বলি যেমন- অতএব,কিংবা, সুতরাং, ধন্যবাদ, আর ইংরেজি বিভিন্ন শব্দ) গুলো কি কাফেরদের থেকে এসেছে? কাফেরদের ধর্মীয় কথাবার্তা থেকে? আর বিভিন্ন চিহ্ন ব্যবহার( গনিত করার সময়, বই মার্ক করার সময়, লাইন আন্ডারলাইন করে দাগিয়ে পড়ার সময়) এর সময় ও মনে হয় এগুলো কাফেরদের ধর্মীয় চিহ্ন কিনা
এখন আমার প্রশ্ন হল-
১) কোন খাবার যদি কাফেরদের ধর্মীয় খাবার শুরুতে ছিল, কিন্তু এখন অনেকেই খেয়ে থাকে, তাহলে তা খাওয়া কি নাজায়েজ হবে বা কুফর হবে? (যদি হারাম উপাদান না থাকে)
২) কোন কথা বা চিহ্ন কাফের মুশরিকদের ধর্মীয় কথা বা চিহ্ন থেকে আসলে, আর এখন অনেকেই কথাবার্তায় বা লেখায় সেসব কথা বা চিহ্ন ব্যবহার করলে সেইসব কথা বা চিহ্ন ব্যবহার করা কি কুফর বা নাজায়েজ হবে? আর সেসব পড়াশুনার সময় ব্যবহার করলে কি কুফর বা নাজায়েজ হবে?
৩) যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কুফরী করলো(ইবনে মাজাহ, হাদীস নং-১০৭৯ এর অংশ)
এখানে "ত্যাগ " করা বলতে কি সালাতকে অস্বীকার করে ত্যাগ করা বুঝিয়েছে?
৪) ভারত, আমেরিকায়,ফ্রান্স, বা অন্য কোন দেশে উৎপাদিত চকলেট খাওয়া কি জায়েজ? ভারতে মুসলিমরা শোষিত হচ্ছে।
আমেরিকার খবর জানি না কিন্তু সেখানে মুসলিম কম আর তাই প্রতিষ্ঠানগুলোতে বিধর্মীরাই হয়ত বেশি কাজ করে আর আমি যে পন্য কিনি তা তারা যদি তাদের কুফরি কাজে ব্যবহার করে তাহলে কি আমার পাপ হবে?
যেহেতু চকলেট খাওয়া আমার জন্য জরুরি নয়, শখে খাই।
আমার বাসায় ২ টি কিন্ডারজয় আর ১ টা ডেইরি মিল্ক আছে।
৫) ভারত, আমেরিকা, ফ্রান্স বা অন্য দেশের শ্যাম্পু আর ফেসওয়াশ আছে আমার কাছে। এগুলো র উপাদান গুলো যদি হালাল হয়েও থাকে তবুও তা কি নাজায়েজ হবে(আগের প্রশ্নটি তে যেমন বলেছিলাম, বিধর্মী হয়ত কাজ করে, আমি টাকা দিয়ে তা কিনে ব্যবহার করলে আর তা তারা কুফরি কাজ এ ব্যবহার করলে কুফর হবে কিনা?
ক) উপাদান গুলো হালাল নাকি হারাম কিভাবে বুঝব? গুগলে সার্চ দিয়ে দেখব?
৬)
ক) লাফয(Lafz) এর এসব ফেসওয়াশ, অন্যান্য পন্য বোতলের গায়ে লেখা আছে যে হালাল। কিন্তু সেগুলোর লোগো আর উপরের ডিজাইন দেখলে মনে হয় ইলুমিনাতির কিনা। এগুলো সন্দেহ বাদ দিয়ে কি ব্যবহার করব সেগুলাই?
খ) যদি কখনো কোন কিছু ইলুমিনাতির সাথে মিল পেয়ে যাই তাহলে আমি তো নিশ্চিত না যে তারা জেনেশুনেই দিয়েছে কিনা। তখন কি করব?
৭) অমুসলিম দের কাছে দোয়া চাওয়া কি কুফর?