আসসালামুয়ালাইকুম,
কোন ব;্যাক্তি তার স্ত্রীকে মেসেঞ্জারে কোন ভিডিও শেয়ার করে এবং ঐ ভিডিওটির ব;্যাকউন্ডের একটি গান ছিলো রাশিয়ান ভাষায়। ভিডিওটি পাঠানোর সময় ঐ ব্যক্তির ব;্যাকগ্রাউন্ডের গানটির দিকে তেমন খেয়াল করেনি আর সে অর্থও জানত না।
পরে ঐ গানটির অর্থ সম্পর্কে সে যখন জানতে পারলেন, সে লক্ষ্য করলো গানটির একটি বাক্যের অর্থ ছিল,"তুমিতো আমার নও।"(যদিও গানটির কথা গুলো ঐ ভিডিওটির বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ ব;্যাতিক্রম,ভিডিওটি হাস‍্য-রসমূলক ছিল, যার মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে কিছুই বোঝানো হয়নি। আর তাই ভিডিওটি শেয়ার করার সময় তার তালাকের নিয়ত তো দূরে থাক ঐ কথাই মাথায় আসে নাই।)
এখন এই ঘটনার দ্বারা কি ঐ দম্পতির বিচ্ছেদ ঘটার কোনো সম্ভাবনা আছে?