আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
https://ifatwa.info/40026/ এখানে বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি পেশা হারাম বলা হয়েছে৷ আমি এর হারাম হওয়ার বিস্তারিত কারন জানতে চাই৷
যেমন কেউ জিজ্ঞেস করেছে,এখানেতো স্মৃতি ধরে রাখার বিষয় থাকে তাহলে কেনো হারাম,বা কেউ যদি সরাসরি গিয়ে ছবি না তুলে কিন্তু এমনিতে এডিট করে অথবা তাও করলো না কিন্তু তার আন্ডারে কাজ গুলো হয়,যেহেতু তার অন্য ইনকাম নেই তাহলে কি করবে?
আমি যতটুকু জানি, এ পেশায় প্রথমত চোখের পর্দা ভেংগে অবাধ দৃষ্টিতে যেকোনো মেয়ের দিকে তাকানো,তাদের সুন্দর ভংগির ছবি তুলা হয়, যা কুরূচিপূর্ণ মনে হয়৷ এতে ফটোগ্রাফারের মধ্যে এসব মেয়েদের প্রতি আকর্ষণ থাকুক বা না থাকুক৷ তার যদি শক্ত ভাবে এই বিশ্বাস থাকে যে আমার অন্তরে কিছুনেই তাও এটা জায়েজ নেই৷ এছাড়া ছবি তোলার কাজ শেষ হলে তাদের এডিটের কাজ যেখানে একজন পুরুষ অন্য বেগানা নারীর কোন ছবি ভালো খারাপ খতিয়ে দেখেন,তাও যুক্তি দেয় মনে কিছু নেই৷
তাছাড়া এসকল কাজের প্রভাবে তার স্ত্রীর প্রতি হক কি কোনো ভাবে নষ্ট হচ্ছে?
(শায়েখের গুরুত্বপূর্ণ উপরিউক্ত কথা গুলোর শরীয়তি ব্যখ্যা এবং এর সাথে জড়িত আরো যুক্তি ইসলাহের সহায়তা করবে ইনশাআল্লাহ)