মুসলমান মেয়েদের পর্দার জন্য কী ধরণের পোশাক পরিধান করা জরুরী?
ইদানিং অনেককে দেখা যায় যারা মাথার চুল ও গলা, ঘাড় ঢাকতে স্কার্ফ জাতীয় কাপড় পড়ে (যেটাকে অনেকে হিজাব বলে) এবং বাদবাকী শরীরে আঁটসাট জামা পড়ে যাতে করে শরীরের আকৃতি-অবয়ব স্পষ্ট বুঝা যায়। যেমন- পশ্চিমাদের অনুকরণে টাইট লেগিংস, জিন্স প্যান্ট ও টিশার্ট/টপ্স/ফতুয়ার সাথে মাথায় চুল ঢেকে স্কার্ফ পরিধান করে।
আবার অনেককে দেখা যায় ওড়না ও মাথায় কাপড়সহ থ্রী-পিস পরিধান করে কিন্তু হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ও পায়ের টাখনু পর্যন্ত ঢাকা থাকেনা।
১) এইসকল পোশাকের ক্ষেত্রে শরীয়তের বক্তব্য কি?
এধরণের পোশাকে কি পর্দার বিধান পালন করা হয়?
২) যদি এধরণের পোশাকে পর্দা আদায় না হয় এবং এধরণের পোশাক মুসলমান মেয়েদের জন্য হারাম হয় থাকে, তাহলে যারা এধরণের পোশাক পড়ে মনে করে যে পর্দা আদায় হলো- তাদের ক্ষেত্রে শরীয়তের বক্তব্য কি? এক্ষেত্রে কি হারামকে হালাল মনে করার কারণে তাদের উপর ঈমান ভঙ্গের মাসআলা সাব্যস্ত হবে?