১.আমি প্রবাসী,আমাকে চাকরির সুবাদে প্রতিটি জিনিস বিক্রি করলে কমিশন দিবে বলে বেতন ধরা হয়,কিন্তু আমাকে তা দিবে দিবে বলেও পরিশোধ করে নাপ্রায় ৪বছর,বেতন বাড়িয়েও কমিয়ে দেয়া হয়েছে কমিশন টাকা টা আমার হকের টাকা ছিল,কমিশন দিবে বলে আমার বেতন কম ধরা হয়েছিল কিন্তু এখন দিচ্ছে না,এখন আমি তাদের না বলে টাকা নিলে তা কি হালাল হবে?
২.জামাই ও বউ এর আলাদা টাকা ইনকাম করা,কিন্তু একসাথে করলে এই টাকা তে জাকাত ফরজ হয়,আলাদা হিসাব করলে হয় না,এখন কি জাকাত দিতে হবে?