আসসালামু 'আলাইকুম।
১, পূর্বে আমি আপ্নাদের জিজ্ঞ্বস করেছিলাম আমাদের ইমাম রুকু থেকে উঠা শুরু করা আর 'সামিআ....' বলার মাঝে এক সেকেন্ড মত দেরি হয়,অর্থাৎ উনি সোজা দাঁড়ানোর পর 'সামিআ....' বলেন। এজন্য আমি উনাকে রুকু অবস্থায় পেলে যদি একদম শেষ মুহুর্তে পাই তখনো 'সামিআ...' বলা শুরু করেননি,তারপরেও আমি রাকাত পাইনি ধরে নিই।আপ্নারা আমার এই কাজ কে সমর্থন করেছিলেন।
আমার প্রশ্ন হল,মাঝে মাঝে অই ইমাম বা অন্য ইমাম নামায পড়ান,আমরা পেছনে থাকি তাই বুঝিনা কে পড়াচ্ছে,আমার কাছে উভয়ের গলা সেম লাগে।তাই রুকুতে যদি ঈমাম কে একটু আগেও পাই,তারপরেও সন্দেহ লাগে যে আমি রাকাত টা পেলাম কিনা,তাই আমি অনেক সময় ধরি যে সেই রাকাতটা পাইনি, এবং সেই মতে বাকি সালাত ইমামের সালাম শেষে নিজে নিজে আদায় করি এবং যেহেতু সন্দেহ বশত এক রাকাত বর্ধিত করি তাই শেষ বৈঠকে সাহু সিজদা করি
,প্রশ্ন হল,বিগত আসর নামাজে এমন পরিস্থিতি উদ্ভূত হয়,কিন্তু সাহু সিজদা দিতে ভুলে যাই।আমার উক্ত সালাত হয়েছে কিনা।কারণ আমিত জানিনা রুকুতে পেয়েছি কিনা,যদি পাই তাহলে ৫ রাকাত পড়া হবে,না পেলে ৪ রাকাত,আমি সন্দেহে ছিলাম তাই ৪ রাকাত ধরে সাহু সিজদা দেয়ার নিয়ত রেখেছিলাম,কিন্তু সাহু দিতে ভুলে যাই।
২,মাসবুক সালাতে ইমামের পেছনে ওয়াজিন ছুটে গেলে বাকি সালাত একাকি পুরা করার সময় সাহু সিজদা দিব কি?
৩,একইভাবে যদি একাকি পুরা করার অংশে কোনো ওয়াজিব ছুটে যায় তখন সাহু সিজদা দিব কি?