আসসালামু আলাইকুম হুজুর, আপনার এক বোনকে সাহায্য করুন। সে খুবই পেরেশানিতে আছে। সে ওয়াসওয়াসার রোগী তাই অনেক সময় মুখে তা*** কথা চলে আসতো,,,, কিন্তু ঘটনা গুলো ছিল অস্পষ্ট,, সে বুঝতে পারছে না প্রতিবারই কি তার উপর তা** পতিত হয়ে যাবে?? ঘটনা গুলো নিচে দেওয়া হলো।
১. কোন স্ত্রী যদি তালা* বলতে গিয়ে শুধু "লা" শুব্দ টা বুঝতে পারে,,, তা /ক কোন শব্দই উচ্চারিত না হয় বা কানে না আসে,,,,, এবং এই অস্পষ্ট শব্দটা বলার পর যদি উচ্চারণ করে "নিজেকে" তাহলে কি তার উপর তালা* পতিত হয়ে যায়???
২। আরেকদিন সে একই ভাবে ওয়াসওয়াসার জন্য ভাবতে থাকে আগেরদিন কিভাবে শব্দটা উচ্চারন করেছিল বা মুখে এসেছিল কিনা,, ভাবতে ভাবতে সে মুখে বলে ফেলে "নিজেকে" পরে সে সন্দেহে পরে যায় এর আগে সে তালা* শব্দটা উচ্চারন করেছিল কিনা। কারন তার মনে হচ্ছিল তালা* শব্দটা কানে বেজেছিল তারপরই সে "নিজেকে" বলেছে। কিন্তু সে ওয়াসওয়াসায় আছে সে মুখে বলে ফেলেছিল কিনা।
৩। তারপর আবার,, হুজুরের কাছে প্রশ্ন করতে গিয়ে এইসব বিষয়ে একটা লিখা লিখতে গিয়ে সে ওয়াসওয়াসায় পরে যায় সে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে দিলো কিনা??
ভাবতে ভাবতে সে মুখ নাড়িয়ে বলে যে """ নিজের উপর তা*** এইটা বলার কথা তো মনে নেই,,, এই কথাটা সে শব্দ করে বলেনি বা তার উদ্দেশ্য ছিল না নিজেকে তা** দেওয়ার। সে নিজেকে শান্ত করার জন্য কথাটা বলছিল মনে মনে,,, কিন্তু তার মুখ নড়েছে,,, তার ১০০% মনে আছে তার কানে কোন শব্দ আসেনি। আর ৯০% মনে আছে সে কোন শব্দ করে কথাটা বলেনি। তারপরেও সে ওয়াসওয়াসায় আছে কথাটা সে শব্দ করে বলে ফেলেছিল কিনা???
৪।উল্লিখিত ৩ টি সুরতে কি ওই মহিলার উপর তা*** পতিত হয়ে তার সংসার নষ্ট হয়ে যাবে??
৫। স্ত্রী কতৃক স্পষ্ট শব্দে একবার তা** নেওয়ার পর পুনরায় বিয়ে করার আগে আবারও এইভাবে নিজের উপর তা*** নিলে কি ২ তা** হয়??
৬৷ কেনায়া বাক্য বলার মাধ্যমে ১ তালা* বায়ে* হয়ে থাকলে,,, তারপর স্ত্রী স্পষ্ট শব্দে তালা* গ্রহণ করলে কি তার উপর আবার পতিত হয়?? টোটাল কি ২ তালা* হবে??
৭। বায়ে* তালা** সাথে নাকি আবার বায়ে তালা* যুক্ত হয়না, তাহলে স্ত্রী কর্তৃক তার নফসের উপর যে তা*** নেয় সেটা কি যুক্ত হবে??
৮।স্ত্রী নফসের উপর তা*** নিলে কি বায়ে* তালা* হয় নাকি রজয়ী হয়??