আসসালামু আলাইকুম।
১,যেসব ইবাদত শর্ত যুক্ত মানে, ৩৩ বার পড়তে হবে, ৭বার পড়তে হবে, ইত্যাদি এই ইবাদাত গুলো করার সময় যদি শর্ত না মানা হয় মানে ভূলে ৩৪ বার পড়া হলে বা ৮/৯ বার পড়া হলে এটা কী আদায় হবে। ৩৩ বার পড়ার যে ফজীলত সেটা কী পাওয়া যাবে। যেহেতু সংখ্যা তে তারতম্য ঘটেছে?
২,কিছু উলামায়ে কেরাম বলেন মেয়ে বা বোনের বাড়িতে প্রচলিত ইফতারী প্রথা অনুযায়ী ইফতারি দেয়া উত্তম, কারন এতে নাকি বোনের মান সম্মান বাড়ে, অন্যদিকে কিছু উলামায়ে কেরাম বলেন এগুলা ঠিক নয়, খাওয়া ও ঠিক নয়, অনেকে আবার হারাম ও বলেন, কোনটি সঠিক বিস্তারিত জানতে চাই?
৩,কিছু বইয়ে দেখলাম চাশতের নামাজ চার রাকাত করে পড়তে হয়, কিছু বইয়ে দুই রাকাত করে, আবার কিছু বইয়ে যাওয়াল দুই রাকাত করে আবার কিছু বইয়ে চার রাকাত করে, এখন আমরা কীভাবে পড়ব?
৪,কোনো পন্য থেকে লাভ করার কোনো নিদৃষ্ট সীমা কী ইসলাম দিয়েছে নাকি যোতোটুকু ইচ্চা লাভ করা যাবে?