বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/5969 নং ফাতাওয়ায় বলেছি যে,
নামাযে তিন তাসবীহ পরিমাণ চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।
-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নামাযে যে কোনো বিষয়ে তিন তাসবিহ পরিমাণ সময় নিয়ে চিন্তা করলে অবশ্যই সাহু সিজদা ওয়াজিব হবে।
(২)
দুই সালাম ফিরানোর পরও সাহু সিজদা দেয়া যায়, তবে উত্তম হল,শুধুমাত্র তাষাহুদ পড়ে এক সালাম ফিরানোর পর সাহু সিজদা দেয়া।
(৩)
কোচিং এর জন্য নিয়মিত নামায কাযা করলে অবশ্যই গোনাহ হবে, তবে এজন্য কেউ কাফির হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260
(৪)
হারাম খেলে দু'আ বা তাওবাহ কিছুই কবুল হবে না।