আসসালামু আলাইকুম
আমি ২ বছর ধরে রিলেশন করতাম রিলেশন হারাম ও তার ভয়াভহতা নিয়ে অবগত ছিলাম না আজ থেকে প্রাই ৭/৮মাস আগে আইওম একটা দারস এর পরিনতি ও ভয়াভহতা জানতে পারি,,তখন দেশে করোনা বাইরে যাওয়া অসম্ভব থাকাই আমরা গোনাহ হতে বাচতে মোবাইলে ভিডিও কলে বিয়ে করি,,তবে আজ অব্দি আমাদের মাঝে মোবাইলে কথা বলা ছাড়া কোন শারিরীক সম্পক জড়ায় নি,,,২/৩ মাস আগে ফ্যামিলির মাধ্যমে আমার বিবাহ ঠিক করেছে দুই পহ্ম রাজি তবে আগের বিবাহ নিয়ে আমরা দু জন ছাড়া কেউ জানেনা,,,তবে ফ্যামিলি গত ইদ উল আযাহার পর বিয়ে হবে এইটা ঠিক হইছে,,,তবে ইদানীং কিছু ফতোয়ার অনেেক ভাবাচ্ছে তা হল আমাদের বিয়ে নাকি হই নি,,,এখন আমরা যথেষ্ট চেষ্টা করছি যোগাযোগ না রাখার মানে কথা না বলার,,যেহেতু কিছু মাসের ব্যবধান৷ কিন্তু এই হ্মেত্রে আমরা দুইজন যোগাযোগ না করাই অনেক মনমরা আর বিশেষ করে মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে কারণ আবেগে,,,
এখন আমার প্রশ্ন যেহেতু তারা মোবাইলে বিয়ে করেছে
মেয়েও ছেলের সাথে যোগাযোগ না রাখাই অসুস্থ হয়ে যাচ্ছে
তারা কি মোবাইল অডিও কলে কিছু সময় জন্য কথা বলতে পারবে,,,তাদের বিয়ে কি শুদ্ধ মোবাইলে কথা বললে গোনাহ হবে কি
আরেকটা কথা তারা দুইজন এখন আলহামদুলিল্লাহ ইসলামের পথে মাহরাম ননমাহরাম মানতেছে,,,
তাই তারা এই বিষয় নিয়ে তাই এত সিরিআস