আমি বসেই প্রসাব করি, তবে আমার এক ভাই কমোডে টয়লেট করায় আমার কাছে ঘৃণা লাগছিল, তাই দাড়িয়ে করতেছিলাম৷ সকালে ঘুম থেকে উঠছি, তাই চোখে ঘুম ঘুম ভাব৷ তখন প্রসাব করতে যেয়ে মনে হল প্রসাব ছিটে ডান চোখে লাগছে বলে৷ আমি দাঁড়িয়েছিলাম, কমোডের উচ্চতা থেকে ছিটে কিভাবে চোখে লেগেছে বা আসলেই লেগেছে কিনা সিওর ছিলাম না৷ আবার ঘুম ঘুম চোখে আয়নাতে তাকিয়ে কিছু চোখে পড়েনি৷ তাও কিছু টিস্যু নিয়ে চোখের উপর বুলালাম, যদি লাগে তবে যাতে উঠে যায়৷ বাইরে পরীক্ষা দিতে বের হব৷ তাই ভাবলাম, পরে গোসল করলে চোখ ধুয়ে নেবো (লেগেছে কিনা নিশ্চিত না)
পরে বাইরে রাস্তায় ডান চোখে ময়লা যাওয়ায় ডান হাতের কনুই দিয়ে চোখ ডলা দি৷ ডলা দেয়ায় চোখের ভিতর থেকে পানি আসছিল হয়ত, ডলা দিলে যা আসে৷ বাসে থাকায় আর গরম আবহাওয়াতে শার্ট ভাজ যায়৷ আর হাতের কনুইয়ের পাশের অংশসহ সব ঘামে ভিজে যায়৷ এরপর পরীক্ষা দিতে যেয়ে যতবারই হাতের কনুই বা নিচের অংশ যতবার খাতার পরে পড়ছে মনে হচ্ছে সব নাপাক হয়ে গেছে৷ এমনকি বের হয়ে হাতে থাকা কলম ধুয়ে দি৷ আমি নাপাক নিয়ে অতিরিক্ত চিন্তা করি৷ অনেক শুচিবায়ু সমস্যা৷ পরে ভাবি বাসায় এসে চোখ, শরীর শার্ট, বেল্ট সব ধুয়ে দেবো৷ যেহেতু ভেজা হাত শরীরে লাগছে। আর পুরো ডানসাইডটা নাপাক বলে মনে হচ্ছিল৷ এমনকি হাতে থাকা ফাইল, একপাশ প্যান্টে লাগায় সেপাশ ধরিনি৷
কিন্তু পরে ভাবি এটা হয়ত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে৷ আমি নাপাক নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলছি৷ কারণ চোখে লেগেছে কিনা সিওর না, আর লাগলে সেটা এত কম যে আয়নায় দেখতে পাইনি, আর চোখে পানি থাকলে যেমন অনুভব হয়, তেমন হয়নি৷ আবার চোখ টিস্যু দিয়ে প্রাথমিকভাবে মুছে নিয়েছিলাম৷ তাই কনুই দিয়ে চোখ ডললেও নাপাক আসবার কথা না, থাকলেও তা খুব খুব কম৷ পানিতে এক ফোটা নাপাক পড়লে সব নাপাক হয়ে যায়, তবে এভাবে ডলে পরিস্কার করলে নাপাক হয়ত ছড়িয়ে পড়ে না৷ সব মিলিয়ে পুরো বিষয়টা আমার কাছে পরে ওয়াসওয়াসা মনে হয়েছে৷ তাই চোখে নাপাক লাগার বিষয়ে নিশ্চিত না হওয়ায় পুরো বিষয়টা এড়িয়ে গেলাম৷ ওয়াসওয়াসা হিসেবে ধরে নিয়ে এটা এড়িয়ে যাওয়া কি ঠিক হয়েছে?