আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
706 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)

বাবার মৃত্যুর পর কারো যদি ইচ্ছাকৃত মায়ের শরীর (স্তন বা  যৌনাঙ্গ) স্পর্শ বা দর্শনের দ্বারা হুরমত প্রমানীত হয় তা হলে কি হবে? হুরমত প্রমানের জন্য দৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সারমর্মে আবার বলা হয়েছে যৌনাঙ্গের কিছুটা ভিতরে দৃষ্টিপাত, কোনটা সত্য? অনেকে বলে ভুল করে এটা বা সেটা করছে আসলে যৌনতা ব্যাপারটা হল উত্তেজনা এই সময় বিবেকটা কিছুটা কম কাজ করে, তাই উত্তেজনাবশত ইচ্ছাকৃত বা অনিভচ্ছাকৃত ভুল হয়ে যায় বিষেশ করে  যৌবনের প্রথমদিকে, কারন সে সময় মা বোনদের কাছে পাওয়া যায়, তাই যেভাবেই হোক মা বোনদের সাথে আপত্তিকর অনেক ঘটনা ঘটে, এগুল কি আল্লাহ মাফ করবেন না?

আর একটি প্রশ্ন মুফতি ইমদাদুল হক সাহের কাছে এক জন প্রশ্ন করেছেন আপন বোনের স্তনে কামভাব নিয়ে স্পর্শ করেছে,কিন্তু এতে পাপ হবেনা।এখানে আমার খটকা। কামভাব নিয়ে স্পর্শ করাটা ইচ্ছাকৃত যা সেক্স করার সামিল বা উত্তেজনাবশত কিছুক্ষন স্তন স্পর্শ করে বীর্যপাত করে ফেলল তাতে কি পাপ হবে না? আমার মনে হয় দুটো খুব আলাদা বিষয় না।আশাকরি আমি উত্তরপাব।

1 Answer

0 votes
by (565,890 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি তার বাবা মারা গিয়ে থাকে,তাহলে তো তার বাবা মারা যাওয়ার দ্বারা তার মায়ের বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে,সুতরাং এখানে উপরোক্ত কাজের দরুন তার বাবা মার বৈবাহিক সম্পর্কে প্রভাব পড়বেনা।
কেননা বাবা মারা যাওয়ায়  তার বাবা মার বৈবাহিক সম্পর্কই তো এখন নেই।

এহেনে কাজ করায় উক্ত ব্যাক্তির খালেস দিলে তওবা আবশ্যক, এহেন কাজ আর করা যাবেনা।
ধারে কাছেও যাওয়া যাবেনা।
  
(০২)

https://ifatwa.info/18185/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ 
হাদীস শরীফে এসেছে 

أخبرنا إسماعیل بن عیاض، حدثنا سعید بن أبی عروبة، من قیس بن سعید، عن مجاهد في الرجل یفجر بالمرأة قال: إذا نظر إلی فرجها فلا یحله له أمها ولا بنتها، أخرجه محمد في الحجج أیضًا ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۲

যার সারমর্ম হলো যদি কেহ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে সেই মহিলার মেয়ে বা তার মাকে সে কোনোদিন বিবাহ করতে পারবেনা।

وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)

যার সারমর্ম হলো স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। 

★দৃষ্টিপাতের মাধ্যমে হুরমত প্রমাণিত হওয়ার জন্য  অন্যতম একটি শর্ত হলোঃ
দৃষ্টিটি নিবদ্ধ হতে হবে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে। শুধু উপরের অংশ দেখার দ্বারা হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবে না। আর পুরুষের ক্ষেত্রে শুধু লজ্জাস্থান দেখার দ্বারাই হুরমত সাবেত হবে।

ফাতাওয়ায়ে শামীতে আছে   

(لا) تحرم (المنظور إلى فرجها الداخل) إذا رآه (من مرآة أو ماء) لأن المرئي مثاله (بالانعكاس) لا هو (هذا إذا كانت حية مشتهاة) ولو ماضيا (أما غيرها) يعني الميتة وصغيرة لم تشته (فلا) تثبت الحرمة بها أصلا كوطء دبر مطلقا وكما لو أفضاها لعدم تيقن كونه في الفرج ما لم تحبل منه بلا فرق بين زنا ونكاح.(رد المحتار-4/108-109

যার সারমর্ম হলো আয়না বা পানির মধ্যে কাহারো লজ্জাস্থান দেখলে হুরকমে মুসাহারাত প্রমানীত হয়না।  
বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
দৃষ্টিপাতের মাধ্যমে হুরমতে মুসাহারাত প্রমাণিত হতে হলে মহিলার যৌনাঙ্গের কিছুটা ভিতরে দৃষ্টিপাত করা শর্ত।
এখানে এগুলো শর্ত,এমন নয় যে দুটি আলাদা বিষয়। 
এভাবে দৃষ্টিপাতের মাধ্যমে হুরমতে মুসাহারাত প্রমাণিত হতে হলে আরো কিছু শর্ত পাওয়া গেলেই কেবল হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে।

নতুবা নয়।  

(০৩)
মাসয়ালা হলোঃ
কেহ আপন বোনের স্তনে কামভাব নিয়ে স্পর্শ করলে, এতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।
গুনাহ অবশ্যই হবে।

গুনাহ হওয়া আর হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়া  দুটি এক বিষয় নয়। 

কামভাব নিয়ে স্পর্শ করাটা ইচ্ছাকৃত যা সেক্স করার সামিল বা উত্তেজনাবশত কিছুক্ষন স্তন স্পর্শ করে বীর্যপাত করে ফেলল তাতেও  পাপ হবে না।

তবে বোনের সাথে এমনটি করে থাকলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা। 

★হুরমতে মুসাহারাত প্রমাণিত হওয়া দ্বারা উদ্দেশ্য হলো তাদের মা বাবার মাঝে বৈবাহিক সম্পর্ক আজীবনের জন্য ছিন্ন হওয়া।        


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 290 views
...