এক,
মাহরাম না থাকলে মহিলার উপর হজ্বও ফরয হবে না।
হজ্জ উমরাহতে মাহরাম সহ থাকতে হবে।
হাদীস শরীফে এসেছে
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ. فَقَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللّٰهِ اكْتُتِبْتُ فِىْ غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِىْ حَاجَّةً قَالَ: اِذْهَبْ فَاحْجُجْ مَعَ اِمْرَأَتِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
[‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পুরুষ যেন কক্ষনো কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় নির্জনে একত্র না হয়, আর কোন স্ত্রীলোক যেন কক্ষনো আপন কোন মাহরাম ব্যতীত একাকিনী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে। আর আমার স্ত্রী একাকিনী হজের উদ্দেশে বের হয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ/হজ করো।
সহীহ : বুখারী ৩০০৬, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৩৪, সহীহ ইবনু হিব্বান ৩৭৫৭।
দুই,
হজ্বের ইহরামে থাকা অবস্থায় কাপড় দিয়ে মুখ ঢাকা নিষেধ।
তবে যেহেতু পর পুরুষ থেকে পর্দা করা সব সময়ের বিধান। হজ্বের সময়টা এর ব্যতিক্রম নয়।
তাই হজ্বের সময়ও মহিলাদের জন্য মুখ খোলা রাখা বৈধ নয়।
এ কারণে হাজী মহিলাদের উচিত এমনভাবে চেহারা আবৃত রাখা, যাতে মুখমণ্ডলের সঙ্গে কাপড় লেগে না থাকে। বর্তমানে এক ধরনের ক্যাপ পাওয়া যায়,যা পরিধান করে সহজেই চেহারার পর্দা করা যায়।
হজ্বের মত একটি মহান পবিত্র ইবাদতের সময় শরীয়তের পর্দার বিধান লঙ্ঘণ করে বেপর্দা হওয়ার গোনাহ থেকে নিজেকে মুক্ত রাখা জরুরী।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ، فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ»
উম্মুল মু’মিনীন আয়েশা রা. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ্বের ইহরাম অবস্থায় ছিলাম। হাজ্বীদের কাফেলা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত তখন আমরা মাথা থেকে চেহারার উপর চাদর ঝুলিয়ে দিতাম। যখন তারা আমাদেরকে অতিক্রম করে যেত তখন চাদর সরিয়ে ফেলতাম। [সুনানে আবু দাউদ ১/২৫৪, হাদীস নং-১৮৩৩]
أَنَّ عَلِيًّا «كَانَ يَنْهَى النِّسَاءَ عَنِ النِّقَابِ، وَهُنَّ حَرَمٌ، وَلَكِنْ يُسْدِلْنَ الثَّوْبَ عَنْ وُجُوهِهِنَّ سَدْلًا»
হযরত আলী রা. মহিলাদেরকে নিষেধ করতেন তারা যেন ইহরাম অবস্থায় নেকাব ব্যবহার না করে। তবে চেহারার উপর দিয়ে কাপড় ঝুলিয়ে দিবে। [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৫৩৯; ]
আমাদের সহ শিক্ষা মূলক প্রতিষ্ঠানেও যদি এই নিয়ম করা হয় যে প্রত্যেক মহিলার সাথে ক্লাশে পাশেই তার প্রাপ্ত বয়স্ক মাহরাম পুরুষ বসে থাকবে,এবং উক্ত মহিলা পূর্ণ পর্দা মেইনটেইন করে ক্লাশ করবে।
আর ফ্রি মিক্সিং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই নিয়ম না মানার কারনে হাজারো লক্ষ ফিতনার নজির আমাদের সামনে দৃশ্যমান।