আসসালামু 'আলাইকুম।
আমি একজন সন্দেহগ্রস্থ মানুষ।আমার দুটা জিনিস জানা খুব জরুরী, অনেক চিন্তায় আছি।
১,বাথ্রুমের ফ্লোরে আমি যে স্যান্ডেল পড়েছিলাম তা খুব সম্ভব প্রসাবের উপর দিয়ে হাটা স্যান্ডেল।এরপর উক্ত ফ্লোরে কাপড় ধুই,এখন কাপড় কি নাপাক হয়ে যাবে,অনেক চিন্তা লাগছে
২,আমি অনেক সময় তাসমিয়ার পর সরাসরি মালিকি ইয়াওমিদ্দীন বলি ভুলে, প্রথম আয়াতটা পড়তে ভুলে যাই,পরে সংশোধন করে নিই।যাইহোক,আজকের জুমুয়ার নামাজে এক রাকাত মাসবুক ছিলাম। যখন সালাম বাদ উঠে দাড়াই তখন অনেকে না বুঝে আমার নামাজের সামনে দিয়ে যায়,তাদের আসা যাওয়াতে মনোযোগ নষ্ট হয় তাই যখন মনোযোগ আসে তখন আমি ফাতিহার শেষ আয়াত গুলা পড়ছিলাম,তখন মনে হল এত দ্রুত এখানে কিভাবে এলাম,তাহলে কি কিছু আয়াত ছেড়ে দিয়েছি,মালিকি থেকে শুরু করছি কিনা।এরপর থেকে অনেক সন্দেহ লাগছে।এরকম কখনো মনোযোগ নষ্ট হলে এমন হয় যে কিছু ছেড়েছি কিনা সন্দেহ লাগে অনেক। এখন কি নামায আবার পড়ব?