আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা শায়েখ।নিচের পুরো বিবরণটার উত্তর দিয়েন দয়া করে।কোন এক মহিলাকে তার স্বামী তালাকের অধিকার দিয়েছে।সে ভয়ে কারো সাথে কথাও বলে না।জিহ্বা সহ চেপে রাখে।হাত দিয়ে সহ চেপে রাখে মুখ ভয়ে।কারো সাথে কথা বলার সময় সহ ভয় হয় ওর।কথা বলার সময় বা মুখ খুলার সময় কি বের হয়েছে মুখ দিয়ে।কোন তালাকের কথা বের হয়েছে কিনা ভয়ে থাকে,সন্দেহে থাকে।আর ওর মারাত্বক ওয়াসওয়াসা। কোন একটা কথা বলার জন্য মুখ খুলার সময়,সহ সে না বলে মুখ খুলে ভয়ে।এখন একটা শব্দ বলেছি বা কথা বলেছি ওটা কি বলেছি যে সেটা নিয়ে চিন্তায় থাকে,সিওর হতে পারে না কি বলেছে।কারো কথার সম্মিত দিতে হ্যা সূচক মাথা নাড়ার সময়ও তালাকের কথা মনে চলে আসে।ও জানে ওদের কথায় হ্যা বলেছে মাথা নেড়ে তবু ভয় হয় তালাকের কথা মনে চলে আসায়।ওর মনে সবসময় শয়তান ওয়াসওয়াসা দেয় যে আগে বলছস এরকম কথা মুখ ফসকে।কিন্তুু মেয়েটা জানে না বলেছে কিনা।ওয়াসওয়াসা আসতে থাকে।তহ সে শয়তানের ওয়াসওয়াসার সাথে জেদ করে বলতেছে বলে থাকলেও এখন বলব না যতক্ষণ মুখ নাড়িয়ে বলি নি আর আমি সিওর হয় নি।মেয়েটা এ কথাটাও মনে মনে বলেছে ভাত খাওয়ার সময়।কিন্তুু ওর ভয় হচ্ছে যে কোন জেদ করে বলেছে যে কথাটা মুখ দিয়ে বের হয়েছে কিনা।যদি ওই কথাটা মুখ দিয়ে বের হয় মানে " বলে থাকলেও এখন বলব না যতক্ষণ সিওর হয়নি" তখন কি তালাক হবে? আশা করি এমন হয় নি।তবু জানার জন্য জিগ্যেস করেছি।সন্দেহে আর ভয়ে।
আরেকটা প্রশ্ন ওয়াসওয়সার কারনে জিহ্বা আর মুখ নেড়ে শব্দ না করে না বললে হঠাত না বলার সময় তালাকের কথা মনে পড়লে কি তালাক হবে? মারাত্বক ওয়াসওয়াসা ওর।এখন ভয় হচ্ছে ওর কি বলেছে ও না বলেছে কিন্তুু সন্দেহে পড়ে গেছে।মেয়েটা কথাও বলে না সহজে ভয়ে।জিহ্বা আর ঠোট ও মনে হয় না বললে যেরকম হয়,ওইরকম ওই করেছে। ও সবসময় না না করে করে থাকে।এখন এটা নিয়ে সন্দেহে পরে গেছে।গুণাহ হবে কিনা ভেবে।মেয়েটা তালাক হোক সেটা চাই না।ও স্বামীর সাথে খুব ভাল আছে।সে বুঝাতেও পারতেছে না কাউকে।কি বলেছে আল্লাহ মাফ করবে কিনা ভয়ে সে পাগলের মত হয়ে গেছে।সে নিজেই বুঝতেছে না কি বলেছে।সে বাইরে ছিল কানেও আসে নাই আর শব্দ করে বলেছে কিনাও জানে না।
আর হুজুর নিজের দিকে ইন্গিত না করে আপনাদের প্রশ্ন করলেও কি এই প্রশ্ন করা দ্বারা আমার বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে? সিওর বলি নি তবু ভয়ে জিগ্যেস করেছি।মাসআলা জানার জন্য।দয়া করে বলবেন।আমি জানার জন্য জিগ্যেস করেছি।এতে আমার বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে উপরের প্রশ্ন গুলো করার দ্বারা?