ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বীনকে আল্লাহ সূর্যের আলো দ্বারা তৈরী করেছেন।যেজন্য জ্বীনের অনেক শক্তি। সে মূহুর্তেই এক স্থান থেকে অন্যস্থানে যেতে পারে। সে মুহূর্তেই তার রংকে বদলে দিতে পারে এবং অদৃশ্যও হয়ে যায়।
(২)
পশু পাখি রা আল্লাহ এর ইবাদাত করে।তারা আল্লাহ এর কথা কিংবা আদেশ শুনতে পায় না।তবে তাদের অন্তরে আল্লাহর ইবাদতের ইলহাম হয়।
(৩)
সকল প্রকার প্রাণীই হত্যা করা হারাম।শুধুমাত্র কষ্টদায়ক প্রাণীকে হত্যা করার অনুমোদন রয়েছে।
(৪)
যদি সে তাওবাহ করে নেয়, তাহলে অবশ্যই সে আল্লাহর প্রিয় হতে পারবে।
(৫)
আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ফরয ইবাদত আদায় করার পাশাপাশি নফল ইবাদতেও নিজেকে ব্যস্ত রাখতে হবে।
(৬)
যারা গোনাহগার, তারাও আল্লাহর প্রিয় বান্দা।
(৭)
নেককার ব্যক্তির সংস্পর্শ গ্রহণ করলে আপনার বর্ণিত বিষয়টা অত্যান্ত সহজ হবে।
(৮)
হয়তো সেও নামায পড়তে আসে। এগুলো গাইব বা অদৃশ্যের সংবাদ।সুতরাং এগুলো সম্পর্কে নিশ্চিত কিছুই বলা যাবেনা।