ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কবরকে ভয় করা জ্বিন ভুত ইত্যাদিকে ভয় করা শিরক হবে না। কেউ ছোট বেলা থেকেই জীব-জন্তু টশু-পাখি ইত্যাদি দেখে ভয় পেলে এটাও শিরক হবে না।এবং এতে শিরকের কিছু নেই।
(২)
কবরের জীবন কেমন হবে? অন্ধকার যায়গায় কিভাবে থাকবো? এরকম শত চিন্তা মাথায় আসাই কাম্য। মৃত্যুর পরের বিষয় নিয়ে চিন্তা করা অত্যন্ত জরুরী একটা বিষয়। আপনার এমন চিন্তা ভুল হচ্ছে না।
(৩)
দ্বীনে শরীয়ত জ্ঞান বুদ্ধি দ্বারা প্রচলিত নয়, বরং ইলমে ওহী দ্বারা প্রচলিত।
সুতরাং নিজ পছন্দসই বিধান হওয়ার আশা রাখা। এবং নিজ পছন্দের আওতাধীন না হওয়ার কারণে অপছন্দ করা কখনো উচিৎ হবে না।।।