বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
জবাবঃ
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা
দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ
ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে
অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
(সূরা-মায়েদা-২)
সুদ হারাম হওয়ার
ব্যাপারে মহান আল্লাহ তা'আলা বলেন -
واحل الله البيع و حرم الربوا.
" আল্লাহ ক্রয়-বিক্রয়কে
হালাল ও সুদকে হারাম করেছেন৷" (সূরা বাকারা, আয়াত:২৭৫)
সুদ কতখানি জঘন্য
তা হাদীস শরীফে এসেছে-
عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله
عليه وسلم : "الربا سبعون حوبا،أيسرها أن ينكح الرجل أمه."
حكم الحديث: صحيح
"হযরত আবু হুরায়রা রা.
থেকে বর্ণিত৷ তিনি বলেন, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "সুদের ৭০ টি স্তর রয়েছে৷ সবচেয়ে
নিম্নটি হল নিজ মায়ের সাথে ব্যভিচার করা৷" (ইবনে মাজাহ: অধ্যায়:
ব্যবসা-সুদ:২২৭৪)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ جَابِرٍ قَالَ :
لَعَنَ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَكَلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَشَاهِدَيْهِ
وَقَالَ : «هُمْ سَوَاءٌ». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ)
হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নাত করেছেন, যে ব্যক্তি
সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লিখে, যে দু’জন সুদের সাক্ষী হয় তাদের সকলের ওপর।
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেছেন, (গুনাহের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে) তারা সকলেই সমান।
মুসলিম ১৫৪৯, সহীহ আত্
তারগীব ১৮৪৭।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. না, ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে তাকে
দেওয়া জায়েজ হবে না। তবে তাকে একান্ত সহযোগিতা করতে চাইলে আপনাদের কোনো মূল্যবান
বস্তু যেমন স্বর্ণ, রূপা, জমি ইত্যাদি বিক্রি করে তাকে ধার দিতে পারেন। তবুও ব্যাংক
থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে তাকে দেওয়া জায়েজ হবে না।
২. বিভিন্ন কোম্পানী বা ব্যাংক তারা
বাকীতে অনেক জিনিস যেমন, রড, বালি, সিমেন্ট, ঘর বাড়ীর আসবাবপত্র ইত্যাদি বিক্রি
করে থাকে। কিস্তি কিস্তি আকারে উক্ত মূল্য
পরিশোধ করতে হয়। আর তা গ্রহণ করা জায়েজ। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সুদ না নিয়ে
এভাবেও বিল্ডিং করা সম্ভব। উল্লেখ্য যে, এখানে কোম্পানী বা ব্যাংক কর্তৃপক্ষ নগদ
টাকা (আপনার ভাসুর বা আপনাদেরকে) না দিয়ে উক্ত জিনিসগুলো কিনে দিবে।