আসসালামু আলাইকুম।
১. যারা পড়ালেখা/ অন্যান্য কারনে পরিবারের সাথে থাকতে পারে না , অনেক সময় তারা বিভিন্ন ব্যস্ততার কারনে সময়মতো খাওয়াদাওয়া করতে পারে না। এদিকে বাসা থেকে ফোন দিয়ে বাবা মা যদি এটা জানতে পারে তাহলে স্বাভাবিকভাবেই রাগ, মন খারাপ করে। এমতাবস্থায় কি তাদের কাছে কিছু কথা গোপন করা যাবে? অথবা না খাওয়া সত্ত্বেও কি বলা যাবে যে খেয়েছি?
২. বাবা-মায়ের পাঠানো টাকার একটা অংশ যদি প্রতিমাসে ভবিষ্যতের জন্য জমানো হয় এবং সেই জমানো টাকাটুকু থাকা সত্ত্বেও যদি তাদের বলা হয় টাকা শেষ তবে কি সেটা জায়েজ হবে?