আসসালামু আলাইকুম হুজুর। আমি শেষ বারের মত প্রশ্ন করলাম বিষয়টা নিয়ে। দয়া করে চিন্তা মুক্ত করবেন কারন আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি তাই মুফতি ইমদাদুল হক হুজুর বলেছিলেন সমস্যা হবে। তাই আমি চিন্তিত হয়ে পরি। আপনি বলেছিলেন সমস্যা হবে না।
কোন স্বামী তার স্ত্রীকে যদি বলে এই কথা আমার সামনে আরেকবার বললে মনে করবা ওইদিনই সব শে*৷ এইটা বলার পর স্ত্রী ভয় পেয়ে স্বামীকে বার বার জিজ্ঞেস করে সে সিরিয়াস কিছু মিন করেছে কিনা৷স্বামী রাগ করে বলে হ্যাঁ করেছি। এতে সিরিয়াসের মিথ্যা স্বীকারোক্তি হবে আপনি বলেছিলেন।
***তারপর স্ত্রী তার স্বামীর হ্যাঁ করেছি কথায় কষ্ট পায় আর অনেক কিছু বলে তাকে বুঝায়। সে হয়তো বলে থাকতে পারে যে, আমিতো তখন প্রশ্ন করার সময় সিরিয়াস কিছু বলতে তা***** কথা বলেছিলাম। তুমি হ্যাঁ করছি বললা?? তারপর অন্য কথা বলে। স্ত্রী বলে যে হ্যাঁ করেছি বললা আর যাই বললা নিয়ত টাই আসল। স্বামী বলে তুমি কিভাবে জানো আমার নিয়ত কি?? তারপর স্ত্রী বলে বললেই তো হত,,এই ধরনের আরও কথা হবার পর, স্বামী পরে বলে যে """আমি একবার বললাম মিন করিনি তাও বার বার জিজ্ঞেস করেছ তাই আবার বলেছিলাম মিন করেছি""" এই কথার আগে যদি স্ত্রী বলে থাকে সে আগেরবার প্রশ্ন করার সময় সিরিয়াস কিছু বলতে তা**** কথা বলেছিল,, তার কিছুক্ষন পর অন্য কথার প্রেক্ষিতে স্বামী এইভাবে উত্তর দিলে কোন সমস্যা হবে??
এখন স্বামি আগের বুঝাতে গিয়ে বলেছে তখন সে বিরক্ত হয়ে বলেছিল হ্যাঁ করেছি। এই কথার জন্য কি মিথ্যা স্বীকারোক্তি হবে??