বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
এতে গুনাহ হবেনা।
তবে অপচয় যেনো না হয়,সেদিকে খেয়াল রাখতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَىِّ بْنِ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ " مَا هَذَا السَّرَفُ " . فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ " نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ " .
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দ (রাঃ) কে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি অযু করছিলেন। তিনি বলেনঃ এই অপচয় কেন? সা’দ (রাঃ) বলেন, অযু তেও কি অপচয় আছে? তিনি বলেনঃ হ্যাঁ যদিও তুমি প্রবহমান নদীতে থাকো।
(সুনানে ইবনে মাজাহ ৪২৫.মুসনাদে আহমাদ ৭০২৫।)
(০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে উক্ত ব্যাক্তি মা'যুর নন।
(০৪)
না,আপনি মা'যুর নন।
আপনি এক্ষেত্রে পেশাব ক্লিয়ার করে অযু করে নামাজ আদায় করবেন,এতে তৎক্ষনাৎ আবারো চাপ আসলেও আপনি নামাজ পড়বেন।
আপনার ক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবেনা।
(০৫)
এটিকেও অনেক ইসলামী স্কলারগন সুন্নাত আদায় হবে বলে অবহিত করেছেন।
(০৬)
হ্যাঁ।
(০৭)
এতে বান্দার হক নষ্ট হবেনা।