https://ifatwa.info/35170/#q35170
উস্তাদ অাসসালামু অালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ। উস্তাদ অাপনি তো সবই জানেন,অাপনি অাপনার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করছি অালহামদুলিল্লাহ কমিয়ে দিয়েছি যাওয়া কারন গেলেই মা নানা রকম খাবার তার মেয়ের জামাই এর জন্য দিয়ে দেয়,কিন্তু গত সপ্তাহে মা না জানিয়ে মেয়ের স্বামীর বাড়ি অনেক খাবার,,পিঠা,,মাছ,, তরকারি নিয়ে অাসে।তারপর মেয়ে বাধ্য হয়েই নিজের স্বামীর অাড়ালে গিয়ে মাকে বলেছে যে সব কিছু হারাম না হলেও কিছু হারাম অাছে অামি জেনে শুনে কি করবো? এরপরে অার অানবা না।অামি খাবো না।কারন বাবার সুদের কাগজ মায়ের কাছে মা জানে,,সে জানে হারাম কিন্তু ছোট ছেলের পড়াশোনা, সংসার কি করে চলবে তাই বলে।অামি বলেছি অামার স্বামী যা অানবে অামি তাই খাবো অাল্লাহ ভালো রাখছেন।বলেছি যদি বেড়াতে যাই তাহলে রান্না করবা যা তখন উপস্থিত হলে খাবো,বাড়তি কিছু দিবা না নিবো না।বলে রাখি মাসিক ইনকাম বিভিন্ন কাজ করে বাবা পায় তবে মালিকের নিকট ৪ লাখ সুদে ১০ হাজার টাকা পায় মূলত এই ১০ হাজার সুদ বলে অামি জানি অন্য সকল রোজগারের অংশ সুদের সাথে জড়িত নেই বলেই জানি।
কিন্তু হুজুর অামি অামার স্বামী কে কি করে জানাই বাবার সুদের কথা।ভেবেছিলাম কম যাবো অার গেলেও সাময়িক উপস্থিত হয়ে যা পাবো ঐ টুক খাবো অার কিছু নয়।অার খাবার জাতীয় দিয়ে দিলে অানবো না,,হয়তো ইদে জামা প্যন্ট দিবে অামার স্বামী কে সেটা নিষেধ করলে তো বড় ফিতনা হবে তাই স্বামী কে দিলে কিছু বলবো না।অাার অামি কিছু নিবো না।কেননা,স্বামী তো কিছু জানে না।এটা কি অামার ভুল সিদ্ধান্ত উস্তাদ জানাবেন।এভাবে চলার চেষ্টা করবো ভেবেছিলাম ইনশাআল্লাহ
নতুন সমস্যাঃ
মা যা কিছু নিয়ে এসেছে তা সব কিছু মেয়ের জামাই কে নিজেই দেখিয়েছে এত এত জিনিস অানছে। পিঠা পেয়ে মেয়ে জামাই ও খেয়ে নিছে।রান্না তরকারি বা অন্য খাবার মেয়ে অন্য অাত্নীয়দের বাড়ি পাঠিয়ে দিছে বাসার কাজের লোক কে দিয়ে দিছে।কিন্তু অল্প খাবার রেখেছে কেননা মেয়ে জামাই তো সব দেখেছে তাকে না দিলে তো সমস্যা হবে,, সন্দেহ করবে।এখন অামি অপরাধভোদে ভুগছি অামি না হয় না খেয়ে এড়িয়ে যাচ্ছি। কিন্তু স্বামী কে তো খাওয়াচ্ছি। বিভিন্ন সময় স্বামী অামাকে নিয়ে খায় তখন অামি মনে সংশয় নিয়ে খেয়ে নেই, অাবার দেখা যায় শাশুড়ীর অানা খাবার তো বাসায় অাছে তাই বাজার করতেও বলা যায় না,,ভিন্ন কিছু রান্না ও করা যায় না বলে যা অানছে তাই শেষ করো,যেহেতু মধ্যবিও ভাবে অালহামদুলিল্লাহ চলি।।কিন্তু পেটে খুদা লাগলে সেই খাবার অামিও খেয়েছি পরিমানে কম,,স্বামীকেও বেরে দিচ্ছি অাবার অাত্নীয়দের দিয়েছি কেউ জানে না সেটায় হারাম অাছে অামিও ১০০% শিওর না যে এতে হারাম অাছে নাকি নেই।কেননা মাসের শুরুতে সুদের ১০ হাজার টাকা ইনকামে প্রবেশ করে অার অন্য টাকা নিজের মজুরি বা কারো কাজ করে দিয়ে বা দালালি করে পাওয়া। দালালি সেটা হারাম কিনা জানাবেন উস্তাদ অামি জানি না।
কিন্তু ১০ হাজার টাকা সুদ এটা শিওর। অামি কি করবো উস্তাদ এই ঘটনায় কি অামার পাপ হয়েছে?যে অামি অল্প খেয়েছি,, স্বামী + অাত্নীয়দের দিয়েছি?
উস্তাদ অামি এই সমস্যা কাটিয়ে কি করে উঠবো উস্তাদ চোখের পানি থামাতে পারি না কেননা মনে ভয় অনেক যে ইলম অর্জন হবে কিনা,,পাপ করছি কি না,,উস্তাদ দু'অা করবেন অামার জন্য অামি অাল্লাহ প্রিয় বান্দি হয়ে মরতে চাই গুনাগার হয়ে না।কিন্তু স্বামী,, বাবা মাকে কষ্ট না দিয়ে কি করে পাপ থেকে বাচবো?