আসসালামু 'আলাইকুম
ঊস্তায , আমি খুবই চিন্তিত এই ব্যাপারটি নিয়ে । আমি একাদশ শ্রেণীর ছাত্রী এবং আমি যে কলেজটির স্টুডেন্ট , সেটা আমার বাসা থেকে অনেকটাই দূরে । হাটার পথে সময় লাগে ৩০মিনিটেরও বেশি । আর আমি বাস জার্নিতে অভ্যস্ত নই, আর যে গরম পরতেছে আমি প্রায় এনার্জি পাই না বাসায় এসে পড়াশোনা করার । কিন্তু কলেজটি মেয়েদের , যার কারণে আমি নির্দ্বিধায় ওখানে ভর্তি হয়েছিলাম , কিন্তু এতোদূর যাওয়া আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না , যার কারণে আমার অভিভাবক শিক্ষা বোর্ড অফিসে গিয়ে আমার ভর্তি বাতিল করে এনেছেন । এখন আমাকে নিকটস্থ একটি কম্বাইন্ড কলেজে ভর্তি করানোর পরিকল্পনা করেছেন , আগামী রবিবার সেখানে নিয়ে যাবেন
(বাইরে যাতায়াতের সময় আমি পরিপূর্ণ পর্দা করেই বের হয়ে থাকি , আলহামদুলিল্লাহ)
আমি বুঝতেছি না , এখন আমার কি করা উচিত!! আমি দোটানায় পরে গেছি
আমি জানি সহশিক্ষা হারাম । কিন্তু আমার ফ্যামিলি মডারেট টাইপের , বোঝালেও বুঝতে চায় না । আমার ঊপর সবাই পরে জড়ো হয়ে কথা শোনাবে , যা খুবই তিক্ত । আমি কি করবো ?? এতো ঝামেলা করে ভর্তি বাতিল করিয়ে এনে যদি আমার কাছ থেকে এখন এসব শোনে তাহলে আরো নতুন ঝামেলা বাধবে ।
উস্তায আমাকে পরামর্শ দিন , আমার কি করা উচিত!!