ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ফরয বিতির ব্যতিত বাদবাকী সকল নামাযের একই বিধান।চায় সুন্নতে মু'আক্কাদা হোক বা গায়রে মু'আক্কাদা হোক।
(২)
ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার কোন আয়াতে মাখরাজ ভুল হলে আবার শুদ্ধ করার জন্য এই আয়াত আবার সম্পুর্ণ পড়লে সাহু সিজদা দিতে হবে।
(৩)
সুরা ফাতিহা পর অন্য সুরাহ পড়ার ক্ষেত্রে বার বার এক আয়াত পড়লে সহু সিজদা দিতে হবে না।ফরজ, সুন্নত, সুন্নতে মু'আক্কাদা, নফল সবক্ষেত্রেই একই বিধান।
(৪)
অন্য সুরাহ পড়া ক্ষেত্রে কোন আয়াতে মাখরাজ ভুল হলে আবার শুদ্ধ করার জন্য একই আয়াত আবার সম্পুর্ণ পড়লে সাহু সিজদা দিতে হবে না।
(৫)
এমন আওয়াজে ঠোট নাড়িয়ে পড়তে হবে, যাতে করে নিজ কান দ্বারা শ্রবণ করা যায়।
(৬)
প্রশ্নটি বুঝিনি।
(৭)
শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরিফ, দুয়ে মাসুরা বার বার পড়লে বা এক আয়াত বার বার পড়লে সাহু সিজদা দিতে হবে। তবে একবার তাশাহুদ পড়ে নিয়ে দু'আ দুরুদ যত ইচ্ছা পড়া যাবে।
(৮)
তাহাররি করবে।প্রথম হলে নামাযকে ভঙ্গ করে নতুনভাবে শুরু করবে।