আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম উস্তায।আমার একটি অনলাইনভিত্তিক ইসলামিক ফ্রী লাইব্রেরি রয়েছে।যেখান থেকে আমি আমার পুরো উপজেলাজুড়ে পাঠকদের বই দেই,পড়ার জন্য ফ্রী তেই।এবং আমি ও আমার সাথের অনেক স্বেচ্ছাসেবী ভাই রয়েছে যারা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে বই পৌঁছে দিয়ে থাকি।আমাদের সংগ্রহে প্রায় ৮০০ এর মতো ইসলামিক বই রয়েছে।আমরা নির্দিষ্ট কোনো হাদিয়া না নিলেও কেউ হাদিয়া দিতে চাইলে সেটা গ্রহণ করি।এবং তাদের হাদিয়া প্রদানের মাধ্যম বেশিরভাগই হয় বিকাশের মাধ্যমে।অথবা কেউ কেউ নগদ অর্থও দেন।(যদিও সর্বমোট হাদিয়ার পরিমাণ লাইব্রেরির মাসিক খরচের অনেক কমই!)সাধারণত যারা হাদিয়া দিচ্ছেন, তাদের উদ্দেশ্য থাকে টাকাটা যেন লাইব্রেরির বিশাল খরচের কাজে একটু হলেও হেল্পফুল হয়।আমি সাধারণত টাকাগুলো অনেকসময় অন্য খাতে(ব্যক্তিগত) ব্যয় করি।আবার পরবর্তীতে নিজে থেকে যখন লাইব্রেরিতে খরচ করি,তখন নিয়ত থাকে যে যারা ইতিপূর্বে আমাদের সাথে থাকার জন্য হাদিয়া পাঠিয়েছেন,তারা যেনো এর উপযুক্ত জাযায়ে খাইর ও সাওয়াব পেতে থাকেন।
আমার প্রশ্ন হচ্ছে-উপরিউক্ত পরিপ্রেক্ষিতে হাদিয়ার টাকাটি অন্য খাতে ব্যয় করে,পরবর্তীতে আবার লাইব্রেরিতে নিজে থেকে তাদের হয়ে ব্যয় করা জায়েজ হবে কিনা?কিংবা এর জন্য আমি গুনাহগার হবো কিনা?