আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
163 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ মুহতারাম উস্তায।আমার একটি অনলাইনভিত্তিক ইসলামিক ফ্রী লাইব্রেরি রয়েছে।যেখান থেকে আমি আমার পুরো উপজেলাজুড়ে পাঠকদের বই দেই,পড়ার জন্য ফ্রী তেই।এবং আমি ও আমার সাথের অনেক স্বেচ্ছাসেবী ভাই রয়েছে যারা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে বই পৌঁছে দিয়ে থাকি।আমাদের সংগ্রহে প্রায় ৮০০ এর মতো ইসলামিক বই রয়েছে।আমরা নির্দিষ্ট কোনো হাদিয়া না নিলেও কেউ হাদিয়া দিতে চাইলে সেটা গ্রহণ করি।এবং তাদের হাদিয়া প্রদানের মাধ্যম বেশিরভাগই হয় বিকাশের মাধ্যমে।অথবা কেউ কেউ নগদ অর্থও দেন।(যদিও সর্বমোট হাদিয়ার পরিমাণ লাইব্রেরির মাসিক খরচের অনেক কমই!)সাধারণত যারা হাদিয়া দিচ্ছেন, তাদের উদ্দেশ্য থাকে টাকাটা যেন লাইব্রেরির বিশাল খরচের কাজে একটু হলেও হেল্পফুল হয়।আমি সাধারণত টাকাগুলো অনেকসময় অন্য খাতে(ব্যক্তিগত) ব্যয় করি।আবার পরবর্তীতে নিজে থেকে যখন লাইব্রেরিতে খরচ করি,তখন নিয়ত থাকে যে যারা ইতিপূর্বে আমাদের সাথে থাকার জন্য হাদিয়া পাঠিয়েছেন,তারা যেনো এর উপযুক্ত জাযায়ে খাইর ও সাওয়াব পেতে থাকেন।


আমার প্রশ্ন হচ্ছে-উপরিউক্ত পরিপ্রেক্ষিতে হাদিয়ার টাকাটি অন্য খাতে ব্যয় করে,পরবর্তীতে আবার লাইব্রেরিতে নিজে থেকে তাদের হয়ে ব্যয় করা জায়েজ হবে কিনা?কিংবা এর জন্য আমি গুনাহগার হবো কিনা?

1 Answer

0 votes
by (606,750 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/3778 নং ফাতাওয়ায় বলেছি যে,
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত।
قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরাত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরাত করেছে।(সহীহ বোখারী-১)
(শেষ)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি বর্তমানে ঐ টাকা খরচ করে তারপর নিজের পক্ষ্য থেকে এই পরিমাণ টাকা লাইব্রেরীর কাজে লাগাতে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।তবে সাবধান, এমন যেন না হয় যে, যা খরচ করলেন, পরিশোধের সময় লাইব্রেরীর কাজে এর চেয়ে কম লাগালেন। তখন কিন্তু জনস্বার্থের টাকা আত্মসাৎ হয়ে যাবে।এবং আত্মসাতের গোনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...