জবাবঃ-
পুরুষের জন্য তো সিল্ক হারাম করা হয়েছে।
আলী (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন, নাবী (সাঃ) আমাকে একজোড়া রেশমী কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। তার মুখমণ্ডলে গোস্বার ভাব দেখতে পেয়ে আমি আমার মহিলাদের মাঝেে তা বণ্টন করে দিলাম। বুখারিঃইঃফাঃ৫৪২২ আহমাদঃ ১১৭১
আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রসূলূল্লাহ (সাঃ) কে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে সোনা, অতঃপর বললেন, আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্তু হারাম।’’ আবু দাউদঃ ৪০৫৭, নাসায়িঃ ৫১৪৪, ইবন মাজাহঃ৩৫৯৫
যদি কোনো কাপড়ে সিল্কের সাথে ফ্রেব্রিক্স মিস্কড থাকে, তাহলে সিল্কের পরিমাণ বেশী সে কাপড় পরিধান নাজায়েয। আর সিল্কের পরিমাণ কম থাকলে অনুমোদনযোগ্য।তবে পরিত্যাগই শ্রেয়।
যদি কোনো কাপড় সম্পর্কে বুঝা যায় না যে তাতে সিল্ক রয়েছে কি না,তাহলে সে কাপড় সম্পর্কে তথ্য নেয়া হবে।যদি তথ্য উপাত্ব থেকে বুঝা যায় যে,তাতে সিল্ক রয়েছে,তাহলে সেই কাপড় ব্যবহার না করাই উত্তম।