আসসালামুআলাইকুম, "জ্ঞানীর কলমের কালী শহীদের রক্তের চাইতেও মূল্যবান" এবং "জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদুর চীনে যাও" এই হাদীস দুটি কি সহিহ, নাকি যয়ীফ, নাকি জাল হাদীস?
পিতা মাতা যদি সন্তানের হক আদায় না করে তবে সন্তান যদি ইমানদার হয়, তবে সে কি করবে?
পিতা মাতা বিনা কারণে জুলুম করলে, অবিচার করলে, গালি দিলে, দ্বীন পালনে বাঁধা দিলে তাদের ছেড়ে চলে যাওয়া কি জায়েজ?
সন্তানের প্রতি পিতামাতার যে হক তা আদায় না করার কারণে সন্তান যদি বাবা মাকে ঘৃণা করে তবে সন্তান কি গুণাহগার হবে?
সন্তানের উপর ছোটবেলা থেকে যদি পিতা মাতা জুলুম করে আর সন্তান প্রাপ্তবয়স্ক, এখন সন্তান পিতা মাতার প্রতি ঘৃণা পোষণ করে। এক্ষেত্রে সন্তান কি গুণাহগার হবে?
পিতা মাতা সন্তানের হক নষ্ট করেছে, সন্তানের প্রতি জুলুম অবিচার করেছে, বিনা কারণে কষ্ট দিয়েছে। এমনকি ইসলাম শিক্ষা দেয় নি। তবে সন্তান ইমানদার। পিতামাতার প্রতি সে কি করবে যদি সে তার পিতা মাতাকে ঘৃণা করে?
সন্তানের প্রতি পিতা-মাতার হক ও পিতা-মাতার প্রতি সন্তানের হক কী কী?
আদর্শ পিতা মাতার বৈশিষ্ট্য কি কি? আদর্শ পিতা-মাতা কিভাবে হওয়া যায়?