আসসালামু আলাইকুম, স্ত্রী যদি স্বামী কে বলে আল্লাহর কসম আপনার আনা খাবার আমার জন্য হারাম এক্ষেত্রে কি কাফফারা আদায় করতে হবে।আর কাফফারা আদায় না করা পর্যন্ত কি স্ত্রী স্বামীর আনা খাবার খেতে পারবে না?
২/একজন মানুষ অনেক চেষ্টা করে ও সে উর্পাজনের কোনো পথ খুজে পাচ্ছে না,কোনো কাজ শুরু করলে ও তাতে সফলতা পায় না।সে হালাল হারাম, নামাজ পর্দা সকল কিছু ই মেনে চলে, কিন্তু তার কোনো কাজে ই বারাকাহ নেই এতে মাঝেমধ্যে ই সে সবর হারিয়ে ফেলে কান্নাকাটি করে এতে কি সে গোনাহগার হবে?
৩/কি করলে তার উপরোক্ত পরিস্থিতি পরিবর্তন হবে,উর্পাজনে বারাকাহ পাবে,কাজে সফলতা পাবে?