আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
205 views
in সালাত(Prayer) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি ২ টা টিউশন করে চলি। একটা টিউশন করে আরেকটা টিউশনে যাওয়ার পথে এশার জামাতের সময় হয়ে যায়। আর যদি জামাত পড়ে ২য় টিউশনের জন্য গাড়িতে উঠি তাহলে বাসায় ফিরতে রাত ১২ টা এর বেশি হয়ে যায়। বাসায় আমার স্ত্রী একা থাকে। সপ্তাহে ৩ দিন টিউশন থাকে। এই তিন দিন আমি যদি বাসায় ফিরে স্ত্রীকে নিয়ে জামাতে এশার নামাজ পড়ে ফেলি তাহলে কি আদায় হয়ে যাবে?

তারাবীহ এর সালাত টিউশন এর ৩ দিন বাসায় একা একা পড়ে নিলে আদায় হয়ে যাবে?


 আমার মেডিকেলের ক্লাস থাকে সকাল ৭/৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এরপরে আসরের পরে টিউশনের জন্য বের হই এবং রাত ১১-৩০ এর দিকে বাসায় ফিরি। মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে। টায়ার্ডনেস এর কারনে ঐ তিন দিন যদি ১২ রাকাত/ ৮ রাকাত পড়ি তাহলে গুনাহ হবে কিনা? আমি স্বীকার করি অবশ্যই ২০ পড়া উচিত৷ ২০ পড়তে না পারা নিজের দূর্বলতা হিসেবেই নিচ্ছি।

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1365 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
প্রশ্ন হল, মসজিদে জামাত পড়া ওয়াজিব? না বাড়িতে জামাত পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
উত্তরঃ
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
(قوله في مسجد أو غيره) قال في القنية: واختلف العلماء في إقامتها في البيت والأصح أنها كإقامتها في المسجد إلا في الأفضلية. اهـ
ঘরে জামাত পড়া কি মসজিদে জামাত পড়ার মত? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মত হল,ঘরে জামাত পড়াও মসজিদে জামাত পড়ার মত।তবে সওয়াবে কিছুটা তারতম্য রয়েছে।অর্থাৎ ঘরে জামাত পড়ার ধরুণ ওয়াজিব আদায় হয়ে যাবে।তবে মসজিদের মত সওয়াব পাওয়া যাবে না।

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনি শুধুমাত্র ফরয নামায জামাতের সাথে পড়ে নিবেন। তারপর সুন্নত বিতির বাসায় এসে পড়বেন। যদি মসজিদে নামায পড়তে একান্ত অপারগ হয়ে যান, তাহলে আপনি বাসায় এসে নামায পড়ে নিবেন। বাসায় স্ত্রীর সাথে জামাতে পড়ে নিবেন।

(২)
জ্বী, বাসায় স্ত্রীকে সাথে নিয়ে জামাতের সাথে তারাবীহ পড়ে নিবেন।

(৩)
বিশ রা'কাত সুন্নতে মু'আক্কাদা। বিশ রাকাত পড়তেই হবে। বিনা প্রয়োজনে তরক করলে সুন্নত তরকের গোনাহ হবে।হ্যা হানাফি ফকিহদের কেউ কেউ ৮ রাকাত তারাবীকে সুন্নতে মু'আক্কাদা এবং তারপর ১২ রাকাত তারাবীকে সুন্নতে যায়েদা বলে থাকেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 320 views
...