বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
1402 নং ফাতাওয়ায় বর্ণিত আহলে সুন্নত ওয়াল জামাতের যে বড় দশটি আকিদা বর্ণিত রয়েছে,চরমোনাই পীর সাহেব এর আকিদা এর খেলাফ নয়।বিধায় তারা আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভূক্ত।হ্যা শাখাপ্রশাখা গত মাস'আলা মাসাঈল নিয়ে অন্যান্য উলামাদের সাথে তাদের কিছুটা মতপার্থক্য রয়েছে।তাদের কর্মপদ্ধতি অন্যান্যদের কর্মপদ্ধতি চেয়ে কিছু আলাদা।সেটা ইজতেহাদী মতপার্থক্য। এর জন্য তাদের আকিদা বিশুদ্ধ নয়,এমনটা বলা যাবে না।
(১)তাদের আকিদা বিশুদ্ধ। আপনার কাছে যদি তাদের তাদের কোনো মতামত অশুদ্ধ মনে হয়,কমেন্টে উল্লেখ করবেন।
(২)তারা মাতুরিদি আকাঈদকে অনুসরণ করে থাকেন।
(৩)আহলে সুন্নত ওয়াল জামাতের অর্থ হল,রাসূলুল্লাহ সাঃ এর সুন্নত তথা হাদীস সমূহ কে অনুসরণ ও সাহাবায়ে কেরামের ব্যখ্যাকে অনুসরণ করা।যেহেতু আপনার বর্ণিত তিনটি দলই রাসূলুল্লাহ সাঃ এর সুন্নত ও সাহাবায়ে কেরামদের ব্যাখাকে অনুসরণ করার চেষ্টা করে থাকেন,তাই তারা সবাই আহলে সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে ফিরকায়ে নাজিয়া তথা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত।