বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
তালাকের কথা চিন্তা করল কিন্তু সে শব্দ করে উচ্চারন করল না, বা তার জিহবা নড়ল না, অর্থাৎ সে মনে মনে বলল, তাহলে তালাক পতিত হবে না। কারণ শুধু অন্তরে উদিত ওয়াসওয়াসা আল্লাহ মাফ করে দিয়েছেন।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ ".
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (আমার বরকতে) আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। (সহীহ বুখারী ২৫২৮)
অপর এক হাদীসে এসেছে-
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
আবূ যার আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ আমার উম্মাতের ভুল , বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। [সুনানে ইবনে মাজাহ, ২০৪৩]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
১.১. আপনি যদি উচ্চারণ করে বলে থাকেন যে, আজকে হস্তমৈথুন করবো না। এরপর করলে সেটা শর্তযুক্ত তালাকের মধ্যে পড়ে যাবেনা।
১.২. হস্তমৈথুন এবং তালাক নিয়ে এভাবে বাড়াবাড়ি করা এবং শেষ পর্যন্ত হস্তমৈথুন করার কারনে আল্লাহ তায়ালা আপনার উপর শর্তযুক্ত তালাক দিবেননা।
(০২)
২.১ঃ আপনার হাত পাক হয়েছিলো।
২.২ঃ
এতে আল্লাহ আপনাকে শাস্তি দিবেননা কিংবা শর্তযুক্ত তালাক দিয়ে দিবেননা।
২.৩ঃ
আপনার সতর্কতা হিসেবে মোবাইল পাক করা উচিত নয়।
(০৩)
পবিত্রতা অর্জনের বিষয়টি আল্লাহর কাছে আলাদা থাকবে।
পবিত্রতা অর্জনে গাফিলতি করলে তালাকের ব্যাপারে সমস্যা হবেনা।
(০৪)
এতে কোনো সমস্যা হবেনা।
(০৫)
প্যান্টে যেহেতু বীর্য লাগেনি,তাই তাহা পাক করতে হবেনা।
(০৬)
আপনার হাত পাক হয়েছে।
সন্দেহের কিছু নেই।
(০৭)
যেহেতু আপনার হাত পাক হয়ে গিয়েছিলো,তাই এগুলোর কিছুই নাপাক হয়নি।
(০৮)
এক্ষেত্রে তালাকের ব্যাপারে কোন সমস্যা হয়নি।
আপনাকে যেটা বলা হয়েছিলো,সেটি পরামর্শ মাত্র।
(০৯)
এতে শর্তযুক্ত তালাক হয়ে যাবেনা।
(১০)
ফতোয়ার ওয়েবসাইট বানিয়ে সেখানে বিজ্ঞ ফুকাহায়ে কেরামদের দায়িত্বে রেখে দিয়ে উম্মাহর খেদমতের কাজ করা হলে আপনি সওয়াব পাবেন।
তবে বিজ্ঞ মুফতি সাহেব ব্যাতিত কেহই যেনো সেই ওয়েবসাইটে ফতোয়া প্রদান না করে।
এতে শর্তযুক্ত তালাক হয়ে যাবেনা।
(১১)
এতে শর্তযুক্ত তালাক হবেনা।
আপনি নিশ্চিত থাকুন।