জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কোনো রুমে ছাত্র/ছাত্রীদের থাকা বিষয়ে নিষেধাজ্ঞা জারী করে,সেখানে অনুমতি না দেয়, তাহলে তাদের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেই রুমে থাকা ছাত্র/ছাত্রীদের জন্য বৈধ হবেনা।
কেননা শরীয়াহ খেলাফ নয়,এমন যেকোনো আদেশ যেটি তারা দিবে,সেটি শিক্ষার্থীদের মানতে হবে।
,
অদেশ অমান্য করে সেখানে থাকলে বিষয়টি ধোকা দেওয়ার শামিল হবে,যাহা শরীয়ত সমর্থন করেনা।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
(০১)
বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকলে এভাবে অন্য রুমে থাকা যাবে।
(০২)
বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকলে এভাবে non allotted হলে যারা থাকে তাদের রুম এ গেস্ট হিসেবে থাকা যাবে।
,
আর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকলে গেস্ট হিসেবেও থাকা যাবেনা।