ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ، - بَغْدَادِيٌّ - حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَكَرِيَّا، عَنْ عَنْبَسَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَاذَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " السَّلاَمُ قَبْلَ الْكَلاَمِ "
জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কথা-বার্তা বলার আগেই সালাম বিনিময় হবে।
(তিরমিজি ২৬৯৯)
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতের পূর্ণ সুন্নাহ আদায় হবেনা।
তবে এতে কোনো গুনাহ নেই।
(০২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এমনটি করা যাবে।
তবে আয়াতে হাদিসের উক্ত নির্দিষ্ট স্থান নিতে গিয়ে এমন কোনো প্রসঙ্গে দলিল দেয়া যাবেনা,যেটি ঐ আয়াত/ঐ হাদীসের খেলাফ কিছু বহন করে।
আল্লাহ ও রাসুলুল্লাহ সাঃ এর চাহিদার খেলাফ কোনো অর্থ যেনো না আসে,সেদিকে খেয়াল রাখতে হবে।
(০৩)
সুদের টাকা দিয়ে মসজিদের কোনো ধরনের কাজ করাই জায়েজ নেই।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতেও জায়েজ হবেনা।
(০৪)
উল্লেখিত ছুরতে স্ত্রীর উপর দৈহিক নির্যাতন হলে স্ত্রী তালাক নিতে পারবে।
সম্পদ সংক্রান্ত সেই দেশের আইনের ন্যায় আইন ইসলামে নেই।
এক্ষেত্রে স্ত্রীকে উক্ত সম্পদ স্বামী সন্তুষ্টি চিত্তে দিলে তাহা গ্রহন করা জায়েজ হবে।
(০৫)
প্রয়োজনে অন্যের সহায়তা নিবেন।
শত চেষ্টার পরেও জানা না গেলে মুসলমান হিসেবে বিশ্বাস রেখে হালাল মনে করে তার দেওয়া উপহার গ্রহন করতে পারেন।
তবে কোনো সময়ে এর ব্যাতিক্রম কিছু প্রমানিত হলে তাহা ফিরিয়ে দিবেন,ফিরিয়ে দেওয়া অসম্ভব হলে সেগুলো বা সেগুলোর সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিবেন।
(০৬)
প্রতি হাজারে কোম্পানী যেই অতিরিক্ত টাকা দিচ্ছে,এটি কি সেই কোম্পানীতে চাকুরির কারনে কমিশন দিচ্ছে,নাকি এটি এমনিতেই সূদ হিসেবে দিচ্ছে?
,
যদি এটি কোম্পানির পক্ষ থেকে কমিশন হয়,আর তাহা যদি নির্দিষ্ট হয়,তাহলে এক্ষেত্রে উক্ত ব্যবসার ক্ষেত্রে নাজায়েজ কিছু দেখছিনা।