আসসালামু আলাইকুম,
যাকাত এর নেসাব এর অতিরিক্ত মাল বছরের মধ্য থেকে খরচ করে ফেললে এর বিধান কি.
আমার কাছে ১০ লক্ষাধিক টাকা আছে, তার মধ্যে থেকে নিজ প্রয়োজন এ তা থেকে খরচ করে ফেললাম ২ লক্ষ টাকা যেমন উমরা করার জন্য ,ঘরের অন্য কাজের জন্য, এখন বছর ঘুরে আসার আগে ২ লাখ পূরণ করতে পারলাম না. এখন জানতে চাচ্ছি যে আমাকে কি ৮লাখ এর উপর যাকাত দিতে হবে কি না বা এর বিধান কি যদি জানায়তেন.