বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জুম্মার জন্য জামাত শর্ত।সুতরাং জামাত পাওয়া না গেলে জোহর পড়তে হবে।
(২)
ফজরের নামাজের জন্য উঠে যদি দেখা যায় যে, সুন্নাত নামাজ পড়লে ফরজ নামাজের এক রাকাআত পড়ার সময় থাকবে, তাহলে এমতাবস্থায় সুন্নাত না পড়ে শুধুমাত্র ফরয পড়ে নিতে হবে।তারপর সূর্যোদয়ের পর ফজরের উক্ত দুই রাকাত সুন্নতকে কাযা করতে হবে।
(৩)
তিনবার ধৌত করতে যতটুকু পানির প্রয়োজন বা যত সময়ের প্রয়োজন, সেই পরিমাণ পানা বা সময় নিয়ে ঝর্ণা করলে তিনবারের সুন্নত আদায় হয়ে যাবে।
(৪)
বায়ূ কমাতে নামাযের পূর্বে সিজদার মত হওয়া নাজায়েয কিছু নয়,বরং এমনটা করাই উচিৎ।
(৫)
কিছু বের হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হলে অবশ্যই অজু করে নামাযকে আবার দোহড়াতে।কাপড়ে চিহ্ন থাকলে কাপড়কেও ধৌত করতে হবে।নতুবা ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।