আসসালামু আলাইকুম।
আমার একজন বন্ধুর বিয়ে হয় আজ থেকে ২ বছর আগে ভিডিও কলের মাধ্যমে।
বিয়ের ব্যপারটা শুধুমাত্র মেয়ের মা জানতেন, সম্মতি ও ছিলো। তবে বাবা জানতেন না।
একসাথে না হতে পারার কারনে প্রায়ই ঝগড়া হতো ওদের। ছেলেটা রাগের মাথায় ১ম তালাক দেয়৷ আবার সব ঠিক হয়।
এরও অনেক মাস পরে আবারো আরেকটি তালাক দেয়, তবে নতুন করে বিয়ে পড়নো হয় নি। তবে বিধান না জানার কারনে সব ঠিকঠাক হয়ে যায়।
গতকালই আবারো ঝগড়ারত অবস্তায় ছেলেটি একেবারে তিনবার তালাক, তালাক, তালাক বলে।
এখন দুইজনই পুরোপুরি মর্মাহত আর বিপর্যস্ত!
এই অবস্তায় তালাকের বিধান কি হবে তাদের ক্ষেত্রে?
(বিঃদ্রঃ তাদের কখনো সহবাস হয় নি, তয় বার তালাক দেয়ার সময় মেয়েটি হায়েজরত ছিলো)
জানালে অনেক উপকার হতো। জাযাকাল্লাহ