আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
245 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (101 points)
edited by

আসসালামুআলাইকুম,

১) আমি বিশ্বাস করি যে কুরআন হলো আল্লাহর সিফাতে কালামের অংশ যা মাখলুক নয়।কিন্তু আমার একটা প্রশ্ন জেগেছে মনে যে, আল্লাহর সিফাত তো কোনো মাখলুকে প্রবেশ করতে পারে না,কিন্তু কুরআন তো কাগজে লিখা যায় আর আত্মস্থ করা যায়।তো এভাবে চিন্তা করলে তো মনে হয় যে কুরআন মাখলুকে প্রবেশ করছে কিন্তু এটা কীভাবে সম্ভব?

২)আরবি ভাষার শেখার নিয়তে আমি কিছু টাকা জমিয়েছি।এখন সেই টাকা যদি অন্য কাজে খরচ করি তাহলে তা নাজায়েজ হবে কি?

৩)আর আমার কাছে কিছু টাকা আছে যা নির্দিষ্ট একটা কাজের জন্য রাখছি এখন কেউ যদি আমার কাছে কিছু টাকা চায় আর আমার সাথে যদি তার এমন সম্পর্ক হয় যে সরাসরি মানা করলে সে দুঃখ পাবে,তো এমতাবস্থায় আমি যদি তাকে বলি যে আমার কাছে টাকা নেই আর অন্তরে এই অর্থ গ্রহণ  করি যে, তাকে দেয়ার জন্য টাকা তো আমার কাছে নেই,যা টাকা আছে তা নির্দিষ্ট ঐ কাজের জন্য রাখছি।তাহলে এতে মিথ্যা বলার গোনাহ হবে কি?

৪)https://en.m.wikipedia.org/wiki/Brass_knuckles

এই হাতিয়ারটি কি আত্মরক্ষার নিয়তে বা ভালো নিয়তে সাথে নিয়ে ঘুরাঘুরি করা জায়েজ হবে?

৫) সাইন্সের ছাত্র হিসেবে আমাদের সিলেবাসে বিবর্তনবাদ নিয়ে পড়ালেখা আছে?তো বিবর্তনবাদ নিয়ে পড়া জায়েজ কি?জায়েজ হলে শর্তসমূহ কি? 

1 Answer

0 votes
by (573,870 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
লাওহে মাহফুজে সংরক্ষিত কুরআন আল্লাহ তায়ালার কালাম।
এটি মাখলুক নয়।
গায়রে মাখলুক।

কুরআন আল্লাহর কালাম বা বাণী। তা আল্লাহর সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত নয় বরং এটি তার যাত বা স্বত্বার এক অবিচ্ছেদ্য সিফত (বৈশিষ্ট্য)। সিফত বা গুণ-বৈশিষ্ট্য কখনো যাত বা স্বত্বা থেকে আলাদা হয় না। 

আল্লাহ তা’আলা বলেন, “ নিশ্চয় এটা সম্মানিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে”। ( সুরা ওয়াকিয়াঃ৭৭-৭৮ )।

আল্লাহ আরও বলেন, ” আপনার প্রতি আপনার পালনকর্তার যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ করুন। তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাই। তাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল পাবেন না। ( সুরা কাহাফ-২৭)

তিনি আরও বলেন: “আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়।” ( সুরা তাওবাঃ ০৬) ।

وإن القرآن کلام اللہ، منہ بدا بلا کیفیة
 قولاً وأنزلہ علی رسولہ وحیاً وصدقہ الموٴمنون علی ذلک حقاً وأیقنوا أنہ کلام اللہ تعالی بالحقیقة لیس بمخلوق ککلام البریة (العقیدة الطحاویة، ص: ۱۲)،

সারমর্মঃ  কুরআন আল্লাহ তায়ালার কালাম,এটি মাখলুক নয়। 


 والقرآن کلام اللہ تعالی غیر مخلوق (العقائد النسفیة مع شرحھا للتفتازاني، ص: ۴۶) 
সারমর্মঃ  
কুরআন আল্লাহ তায়ালার কালাম। মাখলুক নয়।

আরো জানুনঃ 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আল্লাহর কালাম যদি আল্লাহ বান্দাকে শিক্ষা দেন,মুখস্থের তওফিক দেন,তাহলে সেটি বান্দা আল্লাহর তওফিকে সেটি আয়ত্ত করতে পারে।
এটির ক্ষমতা আল্লাহ তায়ালাই দিয়েছেন।

লাওহে মাহফুজে সংরক্ষিত কুরআন গায়রে মাখলুক।  
কাগজে যেই কুরআন  লিপিবদ্ধ করা হয়,সেই কুরআনের কপি মাখলুক।
সুতরাং এতে সমস্যা নেই।

(০২)
এতে কোনো সমস্যা হবেনা।

(০৩)
আমার কাছে টাকা নেই বলার সময় যদি আপনার পকেটে সেই সময় টাকা না থাকে,এবং অন্তরে থাকে যে তাকে দেওয়ার মতো টাকা নেই,তাহলে এতে প্রশ্নে উল্লেখিত ছুরতে মিথ্যার গুনাহ হবেনা।

(০৪)
এটি আত্মরক্ষার নিয়তে বা ভালো নিয়তে সাথে নিয়ে ঘুরাঘুরি করার ব্যাপারে দেশিও আইন অনুযায়ী বৈধতা থাকলে ঘুরাঘুরি করা যাবে।

নিষেধাজ্ঞা থাকলে এমনটির সুযোগ নেই।

(০৫)
আকীদা বিশুদ্ধ রেখে পড়া যাবে।
মনে রাখতে হবে যে এগুলো সবই ভ্রান্ত মতবাদ। 
আমি শুধু পরীক্ষার নিয়তে পড়ছি।
ইস্তেগফার চালিয়ে যাবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...