আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
206 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আল্লাহ বলেছেন সুদ নেওয়া দেওয়া সাক্ষি থাকা সুদ এর অন্তর্ভুক্ত।
এখন আমার প্রশ্ন হল, আমরা যেই দেশে বাস করি এই দেশটা তো  ঋিন এর উপর চলতেসে।
আর ঋিন যেহেতু অবশ্যই সুদ দেওয়া লাগতেছে।
আর এই ঋিন এর টাকা ত আমাদের ট্যাক্স এর টাকা দিয়েই শোধ করা হচ্ছে।

তাহলে কি আমরা সবাই সুদ এর সাথে জরিত?

1 Answer

0 votes
by (560,670 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ جَابِرٍ قَالَ : لَعَنَ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَكَلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَشَاهِدَيْهِ وَقَالَ : «هُمْ سَوَاءٌ». رَوَاهُ مُسْلِمٌ

 জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নাত করেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লিখে, যে দু’জন সুদের সাক্ষী হয় তাদের সকলের ওপর। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেছেন, (গুনাহের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে) তারা সকলেই সমান।
মুসলিম ১৫৪৯, সহীহ আত্ তারগীব ১৮৪৭।

‘আল্লামা নববী রহঃ বলেনঃ এতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে, সুদ আদান প্রদান যেমন হারাম, অনুরূপভাবে সুদের চুক্তি লেখা এবং এর সাক্ষী দেয়া উভয়ই হারাম। (শারহে মুসলিম ১১/১২ খন্ড, হাঃ ১৫৯৯; মিরকাতুল মাফাতীহ)

وَعَنْ عَلِىٍّ أَنَّه سَمِعَ رَسُوْلَ اللّٰهِ ﷺ لَعَنَ اٰكِلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَمَانِعَ الصَّدَقَةِ وَكَانَ ينْهٰى عَنِ النُّوْحِ. رَوَاهُ النَّسَائِىُّ

‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অভিসম্পাত করতে শুনেছেন- সুদ গ্রহীতার প্রতি, সুদ দাতার প্রতি, সুদের দলীলপত্র লেখকের প্রতি এবং দান-খয়রাতে বাধাদানকারীর প্রতিও। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃতের জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করতেন।
(নাসায়ী ৫৩০৩.মিশকাত ২৮২৯)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
যেহেতু আমাদের ট্যাক্স এর টাকা দিয়ে সেই সুদী ঋন শোধ করা হচ্ছে,সুতরাং আমরাও সেই সুদের সাথে জরিত হচ্ছি।
সূদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়ায় আমরা অনেকেই কোনো না কোনো ভাবে সূদের সাথে জরিত হয়েই যাচ্ছি।

তবে যেহেতু উক্ত ঋন সরাসরি আমরা গ্রহনও করছিনা,সরাসরি  প্রদানও করছিনা।
আর সরকারি আইন মানার স্বার্থে ট্যাক্স বাধ্যতামূলক দিতেই হবে,সুতরাং উপরোক্ত ছুরতে মহান আল্লাহ তায়ালা সাধারণ জনগণ দের মাফ করবেন।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...