জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ جَابِرٍ قَالَ : لَعَنَ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَكَلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَشَاهِدَيْهِ وَقَالَ : «هُمْ سَوَاءٌ». رَوَاهُ مُسْلِمٌ
জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নাত করেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লিখে, যে দু’জন সুদের সাক্ষী হয় তাদের সকলের ওপর। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেছেন, (গুনাহের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে) তারা সকলেই সমান।
মুসলিম ১৫৪৯, সহীহ আত্ তারগীব ১৮৪৭।
‘আল্লামা নববী রহঃ বলেনঃ এতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে, সুদ আদান প্রদান যেমন হারাম, অনুরূপভাবে সুদের চুক্তি লেখা এবং এর সাক্ষী দেয়া উভয়ই হারাম। (শারহে মুসলিম ১১/১২ খন্ড, হাঃ ১৫৯৯; মিরকাতুল মাফাতীহ)
وَعَنْ عَلِىٍّ أَنَّه سَمِعَ رَسُوْلَ اللّٰهِ ﷺ لَعَنَ اٰكِلَ الرِّبَا وَمُوَكِلَه وَكَاتِبَه وَمَانِعَ الصَّدَقَةِ وَكَانَ ينْهٰى عَنِ النُّوْحِ. رَوَاهُ النَّسَائِىُّ
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অভিসম্পাত করতে শুনেছেন- সুদ গ্রহীতার প্রতি, সুদ দাতার প্রতি, সুদের দলীলপত্র লেখকের প্রতি এবং দান-খয়রাতে বাধাদানকারীর প্রতিও। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃতের জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করতেন।
(নাসায়ী ৫৩০৩.মিশকাত ২৮২৯)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেহেতু আমাদের ট্যাক্স এর টাকা দিয়ে সেই সুদী ঋন শোধ করা হচ্ছে,সুতরাং আমরাও সেই সুদের সাথে জরিত হচ্ছি।
সূদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হওয়ায় আমরা অনেকেই কোনো না কোনো ভাবে সূদের সাথে জরিত হয়েই যাচ্ছি।
তবে যেহেতু উক্ত ঋন সরাসরি আমরা গ্রহনও করছিনা,সরাসরি প্রদানও করছিনা।
আর সরকারি আইন মানার স্বার্থে ট্যাক্স বাধ্যতামূলক দিতেই হবে,সুতরাং উপরোক্ত ছুরতে মহান আল্লাহ তায়ালা সাধারণ জনগণ দের মাফ করবেন।