আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ শায়েখ।
আমি জেনারেল পড়াশোনা করতে চাচ্ছি। একমাএ আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমি ৫ম শ্রেণি তে ফাইনাল পরীক্ষার পর ৬ষ্ঠ শ্রেণি স্কুলে পড়ছে, তবে ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই। আামর বাবা পরীক্ষা দিতে দেন নাই। ৭ম শ্রেণি বাসায় মেডাম রেখে পড়েছি। আমার বাবা চাইতেন না আমি বেশি পড়াশোনা করি। আমি ও মেনে নিয়েছিলাম।
এখন আমি পড়াশোনার গুরুত্ব বুঝতেছি। পড়াশোনা না করার জন্য অনেক সমস্যা ও দেখা দিচ্ছে। আমার দাওয়াতি কাজে ও সমস্যা দেখা দিচ্ছি এবং অনেক জিনিস বুঝতে পারি না। এখন আমি জেনারেল পড়ার উদ্যোগ নিয়েছি। আমার দ্বীনের জন্য। যাতে মানুষ আমার কথা শুনে। কারণ দেখা যায় যখন মানুষ শুনে আমি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি তখন আমাকে গুরুত্ব দেয় না আমার কথা তো শুনা দূরের কথা। আমার নিজেরও অনেক সময় অনেক কিছু বুঝতে সমস্যা হয়। ইলম অর্জনের উদ্দেশ্যে পড়তে চাই।
এখন সমস্যাটা হলো, আমি ৮ম শ্রেণিতে পড়তে চাচ্ছি। কিন্তু এটা কোন স্কুল মেনে নিচ্ছেন না। কারণ অনেক গেপ হয়ে গেছে প্রায় ৬ বছরের মত। একটা বালিকা স্কুলের শিক্ষক বলছেন যদি আমি আমার জন্ম সাল বাড়াতে পারি। ২০০৪ থেকে ২০০৬ এ আনতে পারি তাহলে তারা আমাকে ভর্তি করবেন। নয়ত কোন সুযোগ নাই।
এখন আমার প্রশ্ন হলো, জন্ম সাল বাড়াতে তো টাকা দিতে হবে হয় তো। এখনে তো দুটো হারাম কাজ করতে হবে ধোঁকা এবং ঘুষ। এখন এগুলো যদি আমি আমার নিয়ত ঠিক রেখে দাওয়াতে দ্বীনের জন্য জন্ম সাল বাড়াই তাহলে কি হারাম হবে??
জাযাকুমুল্লাহু খাইরান শায়েখ