আসসালামু আলাইকুম উস্তাজ।
আমি একটি প্রতিষ্ঠান এ পড়ি, সেখানে আগামী এক মাসেও তেমন কোনো সম্ভাবনা নেই ক্লাস হওয়ার, এবং প্রতিষ্ঠানটি আমার বাসা থেকে ১১-১২ কিলোমিটার দূরে।
গত ৩/৪ দিন যাবত, কোনো প্রয়োজন ছাড়াই শুধু শুধু গিয়ে বসে রয়েছি, কোনো কাজ হয়নি।
আমার প্রশ্ন হলো যদি আমি, সপ্তাহে ২/৩ দিন না গিয়ে, বাকি যেদিন যাবো সেদিন কি আগের দিনগুলোর % দিতে পারবো,
মানে, সাইন দিয়ে পার্সেন্টেজ দেওয়া ব্যাপারটাও একদম ওপেন, দিলেও কেউ কিছু বলবে না, না দিলেও কিছু বলবেনা।
হয়ত সামনে % এর জন্য মার্ক্স কাটবে।
এমন অবস্থায় কি করবো উস্তাজ?
উপস্থিত না থেকে, পরে সাইন দেওয়া কি জায়েজ হবে?
জাযাকাল্লাহ উস্তাজ।