আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
246 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (70 points)

আসসালামু আলাইকুম, 
এক ব্যাক্তিকে ১ লাখ টাকা ঘুস দিয়ে ১ কোটি টাকার মসজিদ আনার জন্য বিল পাশ করানো যায়। বিলটা পাশ হয়ে গেলে বড় একটা ফাউন্ডেশন/সংস্থা থেকে প্রায় ১ কোটি টাকা দিবে মসজিদ দেওয়ার জন্য ।

ঘুস না দিলে বলটা পাশ হবে না।

প্রশ্ন-১ঃ এই অবস্থায় ঘুস দিয়ে মসজিদ আনা কি জায়েজ হবে? 
প্রশ্ন-২ঃ ঘুস দিয়ে আনা মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি?

1 Answer

0 votes
by (566,790 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


ঘুষ দেওয়া নেওয়া উভয়ই শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে,

عن عبد الله بن عمرو قال: قال النبي صلى الله عليه وسلم: الراشي والمرتشي في النار

‘আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে।’[আলমু’যামুল আওসাত, তাবারানী, হাদিস: ২০২৬]

তবে ঘুষ দিতে কেউ যদি বাধ্য হয় তাহলে নিজের হক আদায়ের ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিতে ঘুষ দেওয়ার অনুমতি থাকলেও তা গ্রহণ করা বৈধ নয়।


دفع المال للسلطان الجائر لدفع الظلم عن نفسه وماله ولاستخراج حق له ليس برشوة يعني في حق الدافع (رد المحتار، كتاب الحظر ولاباحة-9/607، فتح القدير، كتاب ادب القاضى-7/255، البحر الرائق، كتاب القضاء-6/262
সারমর্মঃ
জালেম বাদশাহর জুলুম থেকে নিজের নফস ও সম্পদ বাঁচানোর জন্য,নিজের হক আদায়ের জন্য টাকা দেওয়া ঘুষ নয়।
অর্থাৎ প্রদানকারীর ব্যাপারে এটি ঘুষ নয়।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
ইসলামী স্কলারগন বলেছেনঃ 
ঘুষ নেয়া কখনোই জায়েজ নয়। কিন্তু নিজের হক আদায় করতে, কিংবা জুলুম থেকে ঘুষ দেয়া জায়েজ আছে। 
যেহেতু উক্ত টাকাটি মসজিদের হক। এখন আপনাদের মসজিদের জন্য আসলেই এই পরিমাণ টাকার প্রয়োজনীয়তা থাকলে এই ভাবে ঘুষ দিয়ে  মসজিদ আনার জন্য বিল পাশ করানো যাবে।
এখানে মসজিদে বিল পাশ করার জন্য বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে।
তাই এটি আপনাদের জন্য রুখছত তথা অনুমতি থাকবে। 
তবে যে টাকাটি নিচ্ছে তার জন্য এটি গ্রহন হারাম।
যেহেতু বাধ্য হয়ে নিজেদের হক আদায় করতে ঘুষ দেয়া হচ্ছে তাই এতে কোন সমস্যা নেই। তাই মসজিদ নির্মাণ করতে কোন সমস্যা নেই।
সেই মসজিদে নামাজ পড়তেও সমস্যা নেই।

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...