আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সামুরা্হ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্ণিতঃ
একদা সামুরা্হ ইবনু জুনদুব (রাঃ) খুত্ববাহ প্রদানের সময় বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিলালের আযান যেন তোমাদেরকে পানাহার থেকে বিরত না রাখে, আর না (পূর্ব) আকাশের শুভ্র আলো যতক্ষন না পূর্ব দিগন্তে বিস্তৃত হয়।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩৪৬
হাদিসের মান: সহিহ হাদিস
এ হাদিস দারা কি বুঝানো হয়েছে , এটা কি সেহরির শুরুর আজান ? বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ্ ।