আসসালামু আলাইকুম,
হারাম খেয়ে উপার্জন করলে উপার্জনও কি হারাম হবে?
অনেক হারাম টাকা খায় কিন্তু ব্যবসা হালাল টাকা দিয়েই করে। কেউ হারাম টাকা খেইয়েছে এবং সেই সময় কাজ করতেছে ।
কাজটা হারাম না ইনকাম কি হালাল হবে?
অনেকে সুদের টাকা খেয়ে, হারাম টাকা খেয়ে, মদ খেয়ে, সিগারেট ইত্যাদি হারাম খেতে খেতে কাজ করে, দোকান করে, ব্যবসা করে ইত্যাদি।
যেহেতু তারা হারাম কাচ্ছে ফলে তাদের ইনকামকও কি হারাম হবে?